fbpx

২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়ে সড়ক ছাড়ল শিক্ষার্থীরা

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

বাসে অর্ধেক ভাড়া চালুর দাবি ও ধর্ষণের হুমকিদাতা বাস চালকের সহকারীকে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের আলটিমেটাম দিয়ে সড়ক অবরোধ তুলে নিলো শিক্ষার্থীরা।

২১ নভেম্বর (রবিবার) দুপুর ১২ টার পর অবরোধ তুলে নেয় তারা।

আজ রবিবার সকাল ৯ টা থেকেই বাসে অর্ধেক ভাড়া শিক্ষার্থীদের হাফ পাসের দাবিতে রাজধানীর বকশীবাজার মোড়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজসহ রাজধানীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ক য়েকশ’ শিক্ষার্থী।

গত ২০ নভেম্বর (শনিবার) রাজধানীর ঠিকানা নামের একটি বাসে বদরুন্নেসা কলেজের এক ছাত্রী অর্ধেক ভাড়া দিতে চাইলে তাকে ধর্ষণের হুমকি দেয় বাসচালকের সহকারী। এর প্রতিবাদেই আজ তারা সড়ক অবরোধ করেছেন।

এরই প্রেক্ষিতে গতকাল থেকেই রাস্তায় নামে শিক্ষার্থীরা।  তারা ‘উই ওয়ান্ট জাস্টিস’ বলে স্লোগান দিচ্ছিল। তাদের হাতে ছিল ‘হাফ পাস আমাদের অধিকার’, ‘এই হলো দেশের কঠোর বাস্তবতা, নিজের অধিকার চাইতে মেলে ধর্ষণের বার্তা’ প্রভৃতি লেখা প্ল্যাকার্ড।

Advertisement
Share.

Leave A Reply