fbpx

২৪ ঘন্টায় করোনায় আরও এক জনের মৃত্যু, শনাক্ত ৫৭

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসের সংক্রমণে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৫৭ জন, যাদের মধ্যে ৫৩ জনই ঢাকার। সর্বশেষ করোনায় যার মৃত্যু হয়েছে, তিনি ঢাকার বাসিন্দা। এ নিয়ে চলতি মাসে এখন পর্যন্ত করোনায় পাঁচজনের মৃত্যু হলো।

মঙ্গলবার (৩০ জানুয়ারি) করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সারাদেশে গত ২৪ ঘণ্টায় ৮৮৫ পরীক্ষাগারে ৯৩৫টি নমুনা পরীক্ষায় ৫৭ জনের করোনা শনাক্ত হয়। তাদের মধ্যে ৫৪ জন ঢাকার এবং ৩ জন চট্টগ্রামের রোগী রয়েছেন। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৬ দশমিক ১০ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক শূন্য ৮ শতাংশ।

দেশে এখন পর্যন্ত ২০ লাখ ৪৭ হাজার ১০৮ জনের করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে। তাঁদের মধ্যে সুস্থ হয়েছেন ২০ লাখ ১৪ হাজার ৪০৮ জন। আক্রান্ত ব্যক্তিদের মধ্যে ২৯ হাজার ৪৮২ জন মারা গেছেন।

Advertisement
Share.

Leave A Reply