fbpx

২৫ ফেব্রুয়ারি ফিরছেন ফখরুল, আগের চেয়ে সুস্থ মওদুদ

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে গেছেন বিএনপির জ্যেষ্ঠ দুই নেতা মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলের স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ।

এই দুই নেতার শারীরিক অবস্থা এখন উন্নতির দিকে বলে জানা গেছে। চিকিৎসা শেষে ২৫ ফেব্রুয়ারি দেশে ফেরার কথা রয়েছে মির্জা ফখরুলের।

২৩ ফেব্রুয়ারি মঙ্গলবার বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান এ বিষয়টি নিশ্চিত করেছেন।

শায়রুল কবির জানান, ‘বিএনপি মহাসচিব সিঙ্গাপুর ফারার পার্ক হসপিটালে চিকিৎসা নিচ্ছেন। তার ঘাড়ের নার্ভে ব্লক ধরা পড়েছে। সোমবার তাঁর এন্ড্রসকপি করানোর কথা ছিল। ২৫ ফেব্রুয়ারি তাঁর দেশে ফেরার কথা রয়েছে।’

মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসা নিয়ে সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমদের অবস্থার উন্নতি হয়েছে। বর্তমানে তিনি কথা বলতে পারছেন বলে জানান শায়রুল।

Advertisement
Share.

Leave A Reply