fbpx

২৫ সেপ্টেম্বর পর্যন্ত কারাগারের বাইরে থাকতে পারবেন খালেদা

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাজা আরও ছয় মাসের জন্য স্থগিত করে প্রজ্ঞাপন জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। বুধবার মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

ফলে দুর্নীতির দুই মামলায় ১৭ বছর সাজা পাওয়া খালেদা জিয়া আগামী ২৫ সেপ্টেম্বর পর্যন্ত কারাগারের বাইরে থাকতে  পারবেন।

এ নিয়ে পাঁচ বারের মতো সাজা স্থগিতের মেয়াদ বাড়ল বেগম জিয়ার। ২০২০ সালের ২৫ মার্চ প্রথমধাপে ছয় মাসের জন্য মুক্তি পান তিনি। এরপর বিভিন্ন ধাপে চার বার কারাগারের বাইরে থাকার অনুমতি পান খালেদা। তবে সেখানে দুটি শর্ত জুড়ে দেওয়া হয়। প্রথমত তিনি দেশের বাইরে যাবেন না এবং অন্যটি ছিল বাড়িতেই চিকিৎসা নিতে হবে তার।

তবে গত এপ্রিলে করোনা আক্রান্ত হওয়ার পর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় বিএনপি চেয়ারপারসনকে। সে সময় তাকে দেশের বাইরে নিয়ে যেতে পরিবারের পক্ষ থেকে আবেদন করা হয়। কিন্তু  সেই আবেদনে সাড়া দেয়নি সরকার।

কারাগার থেকে মুক্ত হওয়ার পর থেকে রাজনীতি থেকেও অনেকটাই দূরে আছেন খালেদা জিয়া। এই দুই বছরে তিনি কোনো রাজনৈতিক বক্তৃতা-বিবৃতি দেননি, দলীয় কোনো বৈঠকে অংশ নেননি, এমনকি জাতীয় দিবস বা ঈদ-পূজার মতো উৎসবেও দেশবাসীকে শুভেচ্ছাও জানাননি।

Advertisement
Share.

Leave A Reply