fbpx

২৫ হাজার কর্মী নেবে ম্যাকডোনাল্ডস

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

বিশ্বে করোনা মহামারীতে বেশিরভাগ প্রতিষ্ঠানই তাদের কর্মীদের চাকরিচ্যুত করেছে। ফলে লাখ লাখ মানুষ বেকারের খাতায় নাম লিখিয়েছে। তবে এর ব্যতিক্রমও কিন্ত ঘটেছে। অনেক প্রতিষ্ঠান আবার অনেক মানুষকে জীবিকার সুযোগ করে দিয়েছে।

বিশ্বের জনপ্রিয় প্রতিষ্ঠান ম্যাকডোনাল্ডস এবার এমনই এক সুযোগ দিতে যাচ্ছে। করোনার মাঝেই এই প্রতিষ্ঠান ২৫ হাজার কর্মী নিয়োগের ঘোষণা দিয়েছে। ক্রু ও ব্যবস্থাপনা শাখায় তারা কর্মী নেবে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

গত বৃস্পতিবার প্রতিষ্ঠানটি এই ঘোষণা দিয়েছে। তারা বলছে, চলতি মাসেই তারা ২৫ হাজার নতুন কর্মী নিয়োগ দেবে।

ঘোষণায় প্রতিষ্ঠানটি জানিয়েছে, যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যজুড়ে থাকা তাদের রেস্তোরাঁগুলোর নতুন জনবল প্রয়োজন। এই লোক নিতে ১৩–১৫ এপ্রিল তিন দিনের একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এর মাধ্যমে ২৫ হাজার জন লোক নিয়োগ দেওয়া হবে।

এর আগে করোনা মহামারির প্রথম ওয়েভ শেষে যুক্তরাষ্ট্রে ২ লাখ ৬০ হাজার কর্মী নিয়োগ দিয়েছিল ম্যাকডোনাল্ডস। তবে লকডাউনের মধ্যেও তারা হোম ডেলিভারি সার্ভিস চালু রেখেছিল। বর্তমানে যুক্তরাষ্ট্রে ম্যাকডোনাল্ডসের প্রায় ১৪ হাজার দোকান আছে।

Advertisement
Share.

Leave A Reply