fbpx

২৮ জানুয়ারির মধ্যে মাধ্যমিকের শিক্ষার্থীদের ভর্তির নির্দেশ

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

শূন্য কোটা পূরণে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে প্রায় ১৮ হাজার আবেদনকারীর লটারি সম্পন্ন হয়েছে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরে (মাউশি) মঙ্গলবার (২৬ জানুয়ারি) এই লটারি শেষ করে ফল প্রকাশ করা হয়।

এদিনই রাতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে ই-মেইলের মাধ্যমে লটারির ফলাফল পাঠিয়ে দেয় মাউশি।

অধিদফতর সূত্রে জানা গেছে, শূন্য কোটা পূরণে মোট ১৭ হাজার ৭৯৯ জন শিক্ষার্থীর আবেদনের মাধ্যমে দ্বিতীয় দফায় ভর্তি লটারি শেষ হয়েছে। যেখানে মুক্তিযোদ্ধা, প্রতিবন্ধী ও শিক্ষক-কর্মচারীর সন্তানরা আবেদন করেন।

পরে সব শিক্ষাপ্রতিষ্ঠা্নে লটারির ফল পাঠানো হয়েছে। এখন যেসব স্কুলে আসন শূন্য আছে, ফলাফলের ভিত্তিতে তারা শিক্ষার্থী ভর্তি করবে। তবে ২৮ জানুয়ারির মধ্যে এ ভর্তি কার্যক্রম শেষ করতে হবে বলে নির্দেশনা দেয় মাউশি।

মাউশি থেকে আরও বলা হয়েছে, দ্বিতীয় অপেক্ষমাণ তালিকায় নির্বাচিত শিক্ষার্থীদের ফলাফল পূর্বের মতোই দেখা যাবে। এক্ষেত্রে নিজ নিজ আইডি ও পাসওয়ার্ড দিয়ে ওয়েবসাইটে ঢুকে ফল দেখতে হবে। আর যারা নির্বাচিত হয়েছে, তদের আগামী ২৮ তারিখের মধ্যে ভর্তি কার্যক্রম শেষ করতে হবে।

Advertisement
Share.

Leave A Reply