fbpx

২ ডিসেম্বর থেকে ফের চলবে বেনাপোল এক্সপ্রেস

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

দীর্ঘ দেড় বছর বন্ধ থাকার পর আগামী ২ ডিসেম্বর থেকে ঢাকা-বেনাপোল রুটে চালু হচ্ছে বেনাপোল এক্সপ্রেস। করোনার কারণে দীর্ঘদিন ধরে এই রুটে ট্রেন চলাচল বন্ধ চালু ছিল।

শুক্রবার (১৯ নভেম্বর) সকালে বেনাপোল স্টেশন মাস্টার সাইদুজ্জামান জানান, ‘এ বিষয়ে একটি চিঠি আমার দফতরে এসেছে। আগের মতো সপ্তাহে মঙ্গলবার বাদে অন্যান্য দিন ট্রেনটি চলাচল করবে।‘

বর্তমানে বেনাপোল- পেট্রাপোল রুট দিয়ে প্রতিদিন প্রায় ২ হাজার যাত্রী যাতায়াত করছে। এদের মধ্যে প্রায় ৯৫ শতাংশই রোগী। ফলে ট্রেন না থাকায় রোগীদের ভয়াবহ দুর্ভোগ পোহাতে হচ্ছে।

বাসে চড়ে বেনাপোল থেকে ঢাকা থেকে অনেক সময় লেগে যায়। সেখানে ট্রেনে চড়ে মাত্র সাত ঘন্টায় বেনাপোল থেকে ঢাকায় পৌঁছানো যায়। সপ্তাহে মঙ্গলবার ছাড়া প্রতিদিন দুপুর ১টায় বেনাপোল এবং রাত সাড়ে ১০টায় ঢাকার কমলাপুর থেকে ছাড়ে ট্রেনটি। এক্সপ্রেসটির চালু হলে বাংলাদেশ থেকে কলকাতাগামী যাত্রীরা স্বস্তি পাবেন।

Advertisement
Share.

Leave A Reply