fbpx

৩টি আসনের উপনির্বাচনের তারিখ পরিবর্তন

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

করোনাভাইরাস সংক্রমণ নিয়ন্ত্রণে না আসায় তিনটি আসনের উপনির্বাচনের তারিখ পরিবর্তন করেছে নির্বাচন কমিশন। কুমিল্লা-৫, ঢাকা-১৪ ও সিলেট-৩ আসনের উপনির্বাচনের ভোটগ্রহণ ১৪ই জুলাই এর পরিবর্তে ২৮শে জুলাই নির্ধারণ করা হয়েছে।

বৃহস্পতিবার প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদার সভাপতিত্বে এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানান ইসি সচিব হুমায়ুন কবীর খোন্দকার।

গণমাধ্যমকে ইসি সচিব বলেন, আগামী ২৮শে জুলাই কুমিল্লা-৫, ঢাকা-১৪ ও সিলেট-৩ আসনের উপনির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। তবে লক্ষ্মীপুর-২ আসনের উপনির্বাচন ২১শে জুন যথাসময়ে অনুষ্ঠিত হবে। একইসঙ্গে ১৬৩টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন ২১শে জুন হবার কথা থাকলেও, সেটিও স্থগিত করা হয়েছে।

বাগেরহাটের ৬৮টি, খুলনার ৩৪টি, সাতক্ষীরার ২১টি, নোয়াখালীর ১৩টি, চট্টগ্রামের ১২টি এবং কক্সবাজারের ১৫টিসহ মোট ১৬৩ টি ইউনিয়ন পরিষদের নির্বাচন স্থগিত করা হয়েছে।

উল্লেখ্য, ২১শে জুন মোট ৩৬৭টি ইউনিয়ন পরিষদের ভোট অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো। যার মধ্যে ১৬৩টি স্থগিত থাকলেও বাকি ২০৪টিতে ভোট  যথাসময়ে অনুষ্ঠিত হবে বলে নিশ্চিত করেছেন ইসি সচিব হুমায়ুন কবীর খোন্দকার।

Advertisement
Share.

Leave A Reply