fbpx

৩ দিন বন্ধ থাকবে মেট্রোরেল

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

রাজধানীতে মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) জানিয়েছে সিস্টেম ইন্টিগ্রেশন করার জন্য তিনদিন মেট্রোরেল চলাচল বন্ধ থাকবে।

মঙ্গলবার (১০ অক্টোবর) বিকেলে ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমটিসিএলের উপ-মহাব্যবস্থাপক (প্রশাসন) নাজমুল ইসলাম ভূইয়া।

তিনি বলেন, সিস্টেম ইন্টিগ্রেশনের জন্য আগামী ১৪ ও ১৫ অক্টোবর মেট্রোরেল চলাচল বন্ধ থাকবে। ১৬ অক্টোবর থেকে যথারীতি মেট্রোরেল চলবে।

আর ১৩ অক্টোবর শুক্রবার মেট্রোরেলের সাপ্তাহিক বন্ধ। সেই সঙ্গে ১৪ ও ১৫ অক্টোবর দুইদিন সিস্টেম ইন্টিগ্রেশনের জন্য বন্ধ মিলিয়ে টানা তিনদিন মেট্রোরেলের সুবিধা পাবেন না নগরবাসী।

ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক এমএএন ছিদ্দিক বলেন, আমাদের সিস্টেম ইন্টিগ্রেশন টেস্টের শেষ পর্যায়ে চলে এসেছি। এখন আমাদের কাজ হচ্ছে উত্তরা উত্তর-আগারগাঁও অংশের সঙ্গে আগারগাঁও-মতিঝিল অংশকে সংযুক্ত করে পুরো সিস্টেমকে এক করে দেওয়া। আর এই কাজটা করতে হলে আমাদের তিনদিন সময় দরকার।

Advertisement
Share.

Leave A Reply