fbpx

৪৩তম বিসিএসের আবেদনের সময় বাড়াতে ইজিসির চিঠি  

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

চলমান ৪৩তম বিসিএসের আবেদনের সময়সীমা বাড়ানোর জন্য বাংলাদেশ কর্ম কমিশনকে (পিএসসি) অনুরোধ করেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। আগামী ৩১ মার্চ পর্যন্ত শিক্ষার্থীরা যাতে এই বিসিএসে আবেদন করতে পারে, তার অনুরোধ জানিয়ে পিএসসিকে চিঠি দিয়েছে ইউজিসি।

ইউজিসির সচিব (অতিরিক্ত দায়িত্বে) ফেরদৌস জামানের সই করা চিঠিটি বৃহস্পতিবার (২১ জানুয়ারি) পিএসসির চেয়ারম্যান বরাবর দেয়া হয়েছে বলে জানা গেছে।

গত ৩০ ডিসেম্বরে থেকে ৪৩তম বিসিএসের আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। ৩১ জানুয়ারি সন্ধ্যা ৬টা পর্যন্ত অনলাইনে এর আবেদন করা যাবে।

করোনার কারণে গত বছরের ১৭ মার্চ থেকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। ফলে নির্ধারিত সময়ে দেশের অধিকাংশ বিশ্ববিদ্যালয়ে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের চূড়ান্ত পরীক্ষা নেয়া সম্ভব হয় নি। ফলে অনেক শিক্ষার্থী ৪৩তম বিসিএসে আবেদন থেকে বঞ্চিত হবেন। তবে এরই মধ্যে অনেক বিশ্ববিদ্যালয় পরীক্ষা নিতে শুরু করেছে। তাই এসব শিক্ষার্থীর কথা ভেবে আবেদনের সময়সীমা বাড়াতে পিএসসিকে অনুরোধ জানিয়ে চিঠি দিল ইউজিসি।

Advertisement
Share.

Leave A Reply