fbpx

৬ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠলো জাপান

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

জাপানের উত্তর-পশ্চিম উপকূলে ৬ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। বাংলাদেশ সময় শনিবার সকাল সাড়ে ৭টার দিকে শক্তিশালী এ ভূ-কম্পনে কেঁপে ওঠে দেশটি।

মিয়াগি শহরের ইশিনোমাকি থেকে ৪৭ কিলোমিটার গভীরে এর উৎপত্তিস্থল ছিল। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এ তথ্য নিশ্চিত করেছে।

এর কাছেই আরেক কেন্দ্র থেকে ২০১১ সালের ভয়াবহ ভূমিকম্পটি সৃষ্টি হয়েছিল। যার ফলে সৃষ্ট সুনামিতে ১৮ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছিল।

এখন পর্যন্ত সুনামির কোনো সতকর্তা জারি হয় নি বলে জানিয়েছে দেশটির কতৃপক্ষ। এছাড়া কোনো ক্ষয়ক্ষতির কথাও জানা যায় নি।

জাপানের আবহাওয়া সংস্থা জানিয়েছে, আজকের ভূমিকম্পে সুনামির আশঙ্কা দেখা যায়নি। তবে পশ্চিম উপকূলের অনেক অংশে ভারী কম্পন অনুভূত হয়, এমনকি কেঁপে ওঠে টোকিও শহরও।

স্থানীয় সরকারের মুখপাত্র তোমোকি সাওয়াতা বার্তা সংস্থা এএফপিকে বলেন, ‘আমরা এখনও তথ্য সংগ্রহ করছি। তবে এখন পর্যন্ত হতাহত ও ক্ষয়ক্ষতি সম্পর্কে কিছু জানা যায়নি।’

Advertisement
Share.

Leave A Reply