fbpx

৯৪তম একাডেমি অ্যাওয়ার্ডস, যারা পেলেন পুরস্কার

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

করোনা মহামারীর জন্য ৩ বছর অস্কার আসর বসেনি। সবকিছুকে পেছনে ফেলে ৯৪তম অস্কার আসর শুরু হয়েছিলো ৮ বিভাগের পুরস্কার ঘোষণার মধ্য দিয়ে। বাংলাদেশ সময় ২৮ মার্চ ভোর ৬টা থেকে অস্কারের মূল শাখার পুরস্কার ঘোষণা শুরু হয়। এই আয়োজন বসেছে হলিউডের ডলবি থিয়েটারে।

এবারে সম্পাদনা ও আবহসংগীতের জন্য অস্কার জিতেছে ‘ডুন’। পুরস্কার পেয়েছেন জো ওয়ার্কার ও হ্যাঞ্জ জিমান। সেরা স্বল্পদৈঘ্য লাইভ অ্যাকশন পুরস্কার পান ‘দ্য লং গুডবাই’ সিনেমার জন্য অ্যানিল ক্যারিয়া ও রিজ আহমেদ। সেরা প্রোডাকশন ডিজানইনের পুরস্কার পেয়েছেন ‘ডুন’ সিনেমার প্যাট্রিস ভার্মেট, আহমেদ, অ্যানিমেডেটেড শর্টফিল্মের পুরস্কার পেয়েছেন আলবার্তো মিলিগো ও লিও, সেরা স্বল্পদৈঘ্যে তথ্যচিত্রের পুরস্কার পেয়েছেন বেন প্রাউডফুট, মেকআপ ও হেয়ারস্ট্যাইলের জন্য যৌথভাবে পুরস্কার পেয়েছেন ‘দ্য আইস অব টমি ফে’ সিনেমার লিন্ডা ডোউডস, স্টেফানি ইনগ্রাম এবং জাস্টিন রেলে।

এবারের আসরে সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন অভিনেতা উইল স্মিথ। ‘কিং রিচার্ড’ ছবির রিচার্ড উইলিয়ামস চরিত্রে অভিনয়ের জন্য তিনি পেলেন একাডেমি অ্যাওয়ার্ডসের সেরা অভিনেতার পুরস্কার।

৯৪তম একাডেমি অ্যাওয়ার্ডস, যারা পেলেন পুরস্কার

সেরা অভিনেতার পুরস্কার হাতে উইল স্মিথ। ছবি: রয়টার্স

মঞ্চে উঠে অভিনেতা হয়ে পড়েন আবেগ তাড়িত। পুরস্কার পেয়ে কথা বলার সময় তিনি কেঁদে ফেলেন। অনেকের প্রশ্ন, কালোদের প্রতিনিধিত্ব করছেন বলেই কি তার এই কান্না? পেলেন অভিনয় জীবনের প্রথম অস্কার। এজন্যই হয়তো আবেগটা একটু বেশিই। তারকা সেরেনা ও ভেনাস উইলিয়ামের বাবার ভূমিকায় ‘কিং রিচার্ড’ সিনেমার জন্য তিনি পেলেন এই পুরস্কার।

এই ক্যাটাগরিতে মনোনয়ন তালিকায় ছিলেন ডেনজেল ওয়াশিংটন, হাভিয়ের বারদেম, বেনেডিক্ট কাম্বারব্যাচ, অ্যান্ড্রু গারফিল্ডের মতো নাম।

অন্যদিকে সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন জেসিকা চ্যাস্টেন। তিনি ‘দ্য আইজ অব টেমি ফে’ ছবির জন্য পুরস্কার পেলেন।

৯৪তম একাডেমি অ্যাওয়ার্ডস, যারা পেলেন পুরস্কার

সেরা অভিনেত্রী জেসিকা চ্যাস্টেন। ছবি: রয়টার্স

সেরা পরিচালকের পুরস্কার হাতে উঠেছে জেন ক্যাম্পিয়নের। ‘দ্য পাওয়ার অব দ্য ডগ’ সিনেমার জন্য তিনি পুরস্কার পেলেন। ২৮ বছর আগে তিনি ‘পিয়ানো’ সিনেমার চিত্রনাট্য দিয়ে অস্কার পুরস্কার পেয়েছিলেন। এটা তার দ্বিতীয় অস্কার। এখন পর্যন্ত পরিচালক হিসেবে নারীদের মধ্যে তৃতীয়বারের রেকর্ড গড়লেন ক্যাম্পিয়ন।

৯৪তম একাডেমি অ্যাওয়ার্ডস, যারা পেলেন পুরস্কার

সেরা পরিচালক জেন ক্যাম্পিয়ন। ছবি: রয়টার্স

৯৪তম অস্কারে সর্বাধিক শাখায় মনোনয়ন পেয়েছিলো ‘দ্য পাওয়ার অব দ্য ডগ’। এ বছরের অস্কারে রের্কড গড়েছে ছবিটি। ১২টি শাখায় মনোনয়ন পেয়েছিলো এটি।

মূক ও বধির জেলেদের নিয়ে তৈরি সিয়ান হেডারের ছবি ‘কোডা’ পেয়েছে সেরা সিনেমার পুরস্কার।

৯৪তম একাডেমি অ্যাওয়ার্ডস, যারা পেলেন পুরস্কার

সেরা সিনেমা ‘কোডা’। ছবি: রয়টার্স

যারা পুরস্কার পেলেন :

বেস্ট ডকুমেন্টারি শর্ট সাবজেক্ট ‘দ্য কুইন অব বাস্কেটবল’

বেস্ট অ্যানিমেটেড শর্টফিল্ম ‘দ্য উইন্ডশিল্ড উইপার’

বেস্ট লাইভ অ্যাকশন শর্টফিল্ম ‘দ্য লং গুডবাই’

বেস্ট সাউন্ড ‘ডুন’

বেস্ট অরিজিনাল স্কোর ‘ডুন’-এর জন্য হ্যানঝ জিমার

বেস্ট ফিল্ম এডিটিং ‘ডুন’-এর জন্য জো ওয়াকার

বেস্ট প্রোডাকশন ডিজাইন ‘ডুন’

বেস্ট মেকআপ অ্যান্ড হেয়ারস্টাইল ‘দ্য আইজ অব টেমি ফে’

কস্টিউম ডিজাইন জেনি বেভান, ছবি ‘ক্রুয়েলা’

পার্শ্বচরিত্রের সেরা অভিনেত্রী আরিয়ানা ডিবোস, ছবি ‘ওয়েস্ট সাইড স্টোরি’

পার্শ্বচরিত্রের সেরা অভিনেতা ট্রয় খটসর, ছবি ‘কোডা’

বেস্ট সিনেমাটোগ্রাফি ‘ডুন’-এর জন্য গ্রেগ ফ্রাসার

বেস্ট ভিজ্যুয়াল ইফেক্টস ‘ডুন’

বেস্ট অ্যানিমেটেড ফিচার ফিল্ম ‘এনকান্টো’

বেস্ট ইন্টারন্যাশনাল ফিচার ‘ড্রাইভ মাই কার’

সেরা অভিনেতা উইল স্মিথ, ‘কিং রিচার্ড’ ছবির জন্য

সেরা অভিনেত্রী জেসিকা চ্যাস্টেন ‘দ্য আইজ অব টেমি ফে’ ছবির জন্য

সেরা পরিচালক জেন ক্যাম্পিয়ন, ছবি ‘দ্য পাওয়ার অব দ্য ডগ’

সেরা তথ্যচিত্র ‘সামার অব সোল’

Advertisement
Share.

Leave A Reply