fbpx

ওয়েব সিরিজ রিফিউজি নিয়ে হইচই

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

ঢাকা বিহারি পট্টিতে আত্মগোপন করে রয়েছে এক অপরাধী। তাকে হন্যে হয়ে খুঁজছে পুলিশ। রহস্য, রোমাঞ্চ, উত্তেজনা—সব কিছুর মিশেলে ওপটিটি প্লাটফর্ম হইচইয়ের নতুন সিরিজ –রিফিউজি। ইমতিয়াজ সজিবের পরিচালায় এই সিরিজটি হইচইয়ে দেখা যাবে শুক্রবার ( ১০ জুন) রাত সাড়ে নয়টা থেকেই।

ওয়েব সিরিজের গল্প উঠে এসেছে ২০০৭ সালের প্রেক্ষাপটে বিহারি ক্যাম্প ঘিরে। বিহারিদের নাগরিকত্ব প্রশ্নে তখনও রাষ্ট্র ছিল সিদ্ধান্তহীন। সেই সময় ক্যাম্পের এক সাধারণ ড্রাগ ডিলার ইকবালের জীবন জড়িয়ে যায় ‘কার্বণ’ নামের আন্তর্জাতিক এক সন্ত্রাসীর সাথে। স্বপ্নচারী প্রিয় বন্ধু ওয়াসিম আর জেদি ইন্টেলিজেন্স অফিসার মারিয়াও যুক্ত হয়ে পড়ে ঘটনাচক্রে। রহস্যময় এই সন্ত্রাসীর পক্ষ-বিপক্ষ বাছাই করা হয়ে কঠিন হয়ে দাঁড়ায়। প্রশ্নের মুখে পড়ে জাতীয়তাবাদ, বন্ধুত্ব আর দেশপ্রেম।

ইকবাল চরিত্রে দেখা যাবে সোহেল মন্ডলকে। মারিয়ে চরিত্রে জাকিয়া বারি মম, আর কার্বণ চরিত্রে রয়েছেন আফজাল হোসেন। এছাড়া অভিনয় করেছেন, সিরাজ শরীফ, মনির খান শিমুল, শাহেদ আলী, ঝুনা চৌধুরী, আমিনুর রহমান মুকুল, সাক্ষ্য শহীদসহ আরও অনেকে।

এই সিরিজের নির্বাহী প্রযোজক হিসেবে কাজ করেছেন আবদুল্লা মোহাম্মদ সাদ।

https://www.facebook.com/eveningshow.bbs/videos/1197166357804231

Advertisement
Share.

Leave A Reply