fbpx
BBS_AD_BBSBAN
৬ই ডিসেম্বর ২০২২ | ২১শে অগ্রহায়ণ ১৪২৯ | পরীক্ষামূলক প্রকাশনা

অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী হতে শিশু-কিশোরদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

Pinterest LinkedIn Tumblr +
Advertisement
অন্যায় দেখলে প্রতিবাদ করতে শিশু-কিশোরদের প্রতি আাহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একইসঙ্গে পড়ালেখা ও নৈতিক চর্চার মাধ্যমে নিজেদের গড়ে তোলার আহ্বান জানান বঙ্গবন্ধুকন্যা।
১৭ই মার্চ বুধবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১ তম জন্মবার্ষিকী এবং জাতীয় শিশু দিবস উপলক্ষে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধি সৌধ কমপ্লেক্সে আয়োজিত এক অনুষ্ঠানে ভার্চুয়ালি অংশ নিয়ে শিশুদের এ আহ্বান জানান প্রধানমন্ত্রী।
এসময় শিশু-কিশোরদের অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী হওয়ার পাশাপাশি ন্যায় ও সত্যের পথে চলার কথাও জানান তিনি।
প্রধানমন্ত্রী বলেন, ‘আমি ছোট্ট সোনামনি তোমাদের কাছে এটাই চাই, তোমরা তোমাদের জীবনটাকে সুন্দর কর, মন দিয়ে লেখাপড়া করো। সেই সাথে সাথে তোমাদের দরকার হচ্ছে নিয়ম শৃঙ্খলা মানা, অভিভাবকদের কথা শোনা, শিক্ষকদের কথা শোনা, শিক্ষকদের কথা মেনে চলা, এটা কিন্তু খুব দরকার।‘
আজকের শিশুই আগামী দিনের ভবিষ্যত উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘ছোট শিশুদের জীবন আরো সুন্দর ও সার্থক করে গড়ে তোলাই আমাদের লক্ষ্য। আমাদের এই শিশুরা, তারাই তো একদিন আমাদের মত প্রধানমন্ত্রী হবে, মন্ত্রী হবে বা বড় বড় বৈজ্ঞানিক হবে। তারা যেন নিজেদের গড়তে পারে, সেই ব্যবস্থাটা আমরা করে যাচ্ছি।‘
করোনাভাইরাসের কারণে দীর্ঘদিন স্কুল কলেজ বন্ধ থাকায় শিশুদের মন খারাপ, সে প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, ‘তোমরা ছোট্ট সোনামনিরা ঘরে বসে পড়াশোনা করবে এবং সেই সাথে খেলাধুলাও করবে। আমরা এটাই চাই যে খেলাধুলা, সংস্কৃতি চর্চা এগুলো একান্তভাবে অপরিহার্য। তোমরাই তো ভবিষ্যৎ, তোমরাই এদেশকে সামনে এগিয়ে নিয়ে যাবে।‘
করোনাভাইরাসের সংক্রমন কমে গেলে স্কুল খুলে দেওয়া হবে বলেও জানান শেখ হাসিনা।
শিশুরা যেন মাদক-সন্ত্রাস বা অন্যায় কাজে জড়িয়ে না পড়ে সে বিষয়ে সবাইকে সর্তক থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
Advertisement
Share.

Leave A Reply