fbpx

আজারবাইজানে সীমান্তরক্ষী হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ১৪

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

আজারবাইজানে সামরিক প্রশিক্ষণ ফ্লাইট চলাকালীন একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়। এ দুর্ঘটনায় ১৪ জনের মৃত্যু এবং আহত হয় আরও দুইজন। নিহতরা সবাই সামরিক কর্মী ছিলেন।

স্থানীয় সময় মঙ্গলবার (৩০ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে সামরিক প্রশিক্ষণ ফ্লাইটটি চলাকালীন ককেশাস অঞ্চলের পূর্বে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। দেশটির কর্মকর্তাদের বরাত দিয়ে এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সাবেক সোভিয়েত প্রজাতন্ত্রের ফ্রন্টিয়ার গার্ড এক বিবৃতিতে জানান, সীমান্তরক্ষী হেলিকপ্টারটি প্রশিক্ষণের সময় বিধ্বস্ত হলে ঘটনাস্থলেই ১৪ জন সামরিক কর্মীর মৃত্যু হয়। তাৎক্ষণিকভাবে দুর্ঘটনার কারণ জানা যায়নি। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে বলে জানানো হয়েছে।

আজারবাইজান ও প্রতিবেশী আর্মেনিয়া গত বছর প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নাগোরনো-কারাবাখ অঞ্চলে যুদ্ধে যাওয়ার পর থেকে তাদের ভাগ করা সীমান্তে সবচেয়ে ভয়াবহ লড়াইয়ের দুই সপ্তাহ পরে এ ঘটনাটি ঘটল।

Advertisement
Share.

Leave A Reply