fbpx

আফগানিস্তানের তিনটি শহর নিয়ন্ত্রণে নিতে তালেবান জঙ্গিদের লড়াই

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

আফগানিস্তানের দক্ষিণ ও পশ্চিমাঞ্চলের তিনটি শহর নিয়ন্ত্রণে নিতে সরকারি বাহিনীর সাথে সহিংস লড়াই চালিয়ে যাচ্ছে জঙ্গি গোষ্ঠী তালেবান।

এরমধ্যেই তালেবান যোদ্ধারা হেরাত, লস্কর গাহ ও কান্দাহারের বিভিন্ন এলাকায় ঢুকে পড়েছে।

সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, তালেবান গোষ্ঠী হেরাত শহরের দক্ষিণ এলাকা অতিক্রম করে শহরের বিভিন্ন এলাকায় ঢুকে পড়েছে।

এক বিকৃতিতে গোষ্ঠীটির এক মুখমাত্র দাবি করে, শনিবার রাতে কান্দাহার বিমান বন্দরে রকেট হামলা চালানো হয়েছে।

এরআগে আফগান কর্তৃপক্ষ জানিয়েছেল, মার্কিন বাহিনীর সহায়তায় বিমান হামলা চালিয়ে জঙ্গিদের পিছু হঠাতে বাধ্য করছে তারা।

শনিবার হেলমান্দ প্রদেশের লস্কর গাহ শহরেরর ওপর বিমান হামলায় একটি হাসপাতাল ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে বিবিসি। এই হাসপাতালের ভেতরে কত জন ছিলেন তা এখনও জানা যায়নি।

চলতি বছর সেপ্টেম্বরের মধ্যে মার্কিন সেনা প্রত্যাহারের ঘোষণা আসার পর থেকেই বিভিন্ন এলাকায় তৎপরতা চালাচ্ছে জঙ্গিরা।

তালেবান গোষ্ঠী এর মধ্যেই ইরান, পাকিস্তান, তুর্কমেনিস্তানের সাথে থাকা আফগানিস্তানের বেশ কয়েকটি সীমান্ত ক্রসিং দখলে নিয়েছে।, নতুন করে বড় এই শহর তিনটি জঙ্গিদের নিয়ন্ত্রণে চলে গেলে তা কাবুলের জন্য বড় ধরনের সংকট হবে বলেই ধারণা করা হচ্ছে।

Advertisement
Share.

Leave A Reply