fbpx

আফ্রিকায় করোনার তৃতীয় ঢেউয়ের আশঙ্কা: ডব্লিউএইচও

Pinterest LinkedIn Tumblr +

আফ্রিকায় করোনার নতুন ঢেউ ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা -ডব্লিউএইচও।

বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, টিকার সরবরাহে দীর্ঘসূত্রতা, টিকাদান কর্মসূচিতে ধীরগতি ও করোনার নতুন ধরন এই তিনটি কারণেই এই ঢেউ ছড়িয়ে পড়তে পারে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার আফ্রিকার কার্যালয় এক বিবৃতিতে বলেছে, ‘ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে করোনার টিকার ডোজ পেতে দেরি হচ্ছে আফ্রিকার। এতে এ অঞ্চলে টিকাদানও কম হয়েছে। একইসাথে করোনার নতুন ধরনের উপস্থিতি আফ্রিকায় নতুন ঢেউ ছড়িয়ে পড়ার ঝুঁকি বাড়ছে।’

সংস্থাটি জানায়, ভারত ও দক্ষিণ আফ্রকায় নতুন ধরনের উৎপত্তি আফ্রিকায় ‘তৃতীয় ঢেউ’ তৈরি করতে পারে।

সারা বিশ্বে এ পর্যন্ত যত টিকা দেওয়া হয়েছে, তার মাত্র এক শতাংশ দেওয়া হয়েছে আফ্রিকায়। বিশ্বে টিকা দানের হার সর্বনিম্ন এই অঞ্চলেই।

Share.

Leave A Reply