fbpx
BBS_AD_BBSBAN
৯ই ডিসেম্বর ২০২৩ | ২৪শে অগ্রহায়ণ ১৪৩০ | পরীক্ষামূলক প্রকাশনা

আবারও রানের দেখা নেই পাওয়ারপ্লেতে

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

হারলেই নিশ্চিত বিদায়; জিতলেও অনিশ্চিত পরের রাউন্ড। এমন কঠিন সমীকরণ নিয়েই স্বাগতিক ওমানের বিপক্ষে মাঠে বাংলাদেশ। ম্যাচের আগে বিসিবি সভাপতি, টাইগার কোচ সবার মুখেই পাওয়ারপ্লেতে আক্রমণাত্মক ক্রিকেটের কথা শোনা গেলেও, প্রথম ছয় ওভারে বাংলাদেশ দল তুলতে পেরেছে মোটে ২৯ রান; হারিয়েছে লিটন দাস এবং মাহেদি হাসানের উইকেটটাও। প্রথম ছয় ওভারে এসেছে মোটে দুইটি চার এবং একটি ছয়।

ঘরের মাঠে পরিচিত কন্ডিশনে দুর্দান্ত ওমান; পাপুয়া নিউগিনির বিপক্ষে দশ উইকেটে জিতার পর টাইগারদের সাথেও করেছে উড়ন্ত সূচনা। বিলাল খান এবং কালিমুল্লাহর বোলিংয়ে দিশেহারা বাংলাদেশের ব্যাটিং লাইনআপ প্রতিরোধ গড়ার চেষ্টায় মোহাম্মদ নাইম-সাকিব আল হাসানের ব্যাটে। চাপটা কি একটু বেশিই কাজ করছে টাইগার ব্যাটসম্যানদের?

Advertisement
Share.

Leave A Reply