fbpx

ইন্দোনেশিয়ায় তরুণরাই আগে পাবেন করোনা ভ্যাকসিন

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

করোনাভাইরাসের ভ্যাকসিন প্রয়োগের ক্ষেত্রে তরুণদের আগ্রাধিকার দিচ্ছে ইন্দোনেশিয়া। বুধবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, করোনার বিস্তার রোধে লড়াই করা সম্মুখযোদ্ধাদের পর ১৮ থেকে ৫৯ বছর বয়সী ব্যক্তিদের ভ্যাকসিন দেয়ার সিদ্ধান্ত নিয়েছে দেশটি।

বুধবার দেশটিতে প্রথম ব্যক্তি হিসেবে ভ্যাকসিন পেয়েছেন ৫৯ বছর বয়সী প্রেসিডেন্ট জোকো উইদোদো। তবে ৭৭ বছর বয়স হওয়ায় ভ্যাকসিন পাননি ভাইস প্রেসিডেন্ট মারুফ আমিন।

গোটা বিশ্ব যখন ভ্যাকসিন প্রয়োগের ক্ষেত্রে বয়স্কদের অগ্রাধিকার দিচ্ছে, তখন ইন্দোনেশিয়া বিপরীতে হাঁটলো। এ বিষয়ে সরকারকে পরামর্শ দিয়েছে অধ্যাপক আমিন সোয়েবানদ্রিও। তিনি বলেন- ‘এর মাধ্যমে কর্মক্ষম জনগোষ্ঠীর মধ্যে রোগপ্রতিরোধ ক্ষমতা দ্রুত গড়ে উঠেবে। আর এটাই হবে বুদ্ধিমানের কাজ।’

তিনি আরও জানান, ‘এই শ্রেণির মানুষ বাড়ি থেকে বের হয়, এবং রাতে পরিবারের সদস্যদের কাছে ফিরে আসে। আমরা সেসব লোককে লক্ষ্য বানিয়েছি, যারা ভাইরাসের বিস্তার ঘটায়।’

অধ্যাপক আমিন জানান, দেশের জনগোষ্ঠীর রোগ প্রতিরোধ ক্ষমতা অর্জনের সবচেয়ে বড় সুযোগ হবে এর মাধ্যমেই। একই সাথে সচল রাখবে অর্থনৈনীতির চাকাও।

Advertisement
Share.

Leave A Reply