fbpx

ইভ্যালির সম্পত্তি বিক্রি ও হস্তান্তরের ওপর আদালতের নিষেধাজ্ঞা

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

ইভ্যালির সমস্ত সম্পত্তি বিক্রি এবং হস্তান্তরের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে হাইকোর্ট। পাশাপাশি ইভ্যালিকে কেন অবসায়ন করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত।

বুধবার বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের একক হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেয়। ইভ্যালির গ্রাহক ফরহাদ হোসেনের আবেদনের প্রেক্ষিতে এ আদেশ দেওয়া হয়। আদালতে আবেদনের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী এ এম মাছুম ও সৈয়দ মাহসিব হোসেন।

আইনজীবী সৈয়দ মাহসিব হোসেন বলেন, গ্রাহকরা ইভ্যালি থেকে পণ্য অর্ডার করেও তা পাচ্ছিলেন না। এছাড়া তারা টাকাও ফেরত পাচ্ছিলেন না। এ অবস্থায় ইভ্যালি কোম্পানির অবসায়ন চেয়ে ওই গ্রাহক আবেদন করেন। আদালত আবেদনটি গ্রহণ করেছেন। কোম্পানি কেন অবসায়ন করা হবে না, এ মর্মে নোটিশ ইস্যু করা হয়েছে। একই সঙ্গে ইভ্যালির সব স্থাবর-অস্থাবর সম্পত্তি বিক্রি ও হস্তান্তরে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

রুলে বাংলাদেশ ব্যাংক গভর্নর, ই-ক্যাব, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, প্রতিযোগিতা কমিশন, ইভ্যালিকে বিবাদী করা  হয়েছে।

উল্লেখ্য, গত ১৬ সেপ্টেম্বর ইভ্যালির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. রাসেল ও তার স্ত্রী শামীমা নাসরিনকে গ্রেপ্তার করে র‌্যাবের একটি দল।

Advertisement
Share.

Leave A Reply