Advertisement
ইরাকের নাসিরিয়া শহরের একটি হাসপাতালে করোনা ইউনিটে আগুন লেগে ৫২ জনের মৃত্যু হয়েছে। ওই অগ্নিকাণ্ডে আরও ৬৭ জন আহত হবার খবর পাওয়া গেছে।
১৩ জুলাই (মঙ্গলবার) ইরাকের ওই হাসপাতালটিতে করোনায় আক্রান্ত রোগীদের জন্য নির্ধারিত আইসোলেশন ওয়ার্ডে আগুন ছড়িয়ে পড়ার পর এই হতাহতের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি।

ছবি: রয়টার্স
বিবিসির সূত্র জানায়, গতকাল ১২ জুলাই সোমবার রাতে ইরাকের দক্ষিণাঞ্চলীয় শহর নাসিরিয়ার একটি হাসপাতালের করোনা ইউনিটে অগ্নিকাণ্ডের এই ঘটনা ঘটে। অনেক চেষ্টার পর সোমবার গভীর রাতে আগুন নেভানো হয়।
এখন পর্যন্ত আগুন লাগার কারণ জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে, হাসপাতালের অক্সিজেন ট্যাংক বিস্ফোরণের পর করোনা ইউনিটে আগুন ছড়িয়ে পড়ে।
Advertisement