ইসরায়েলে প্রধানমন্ত্রী হিসেবে বেনিয়ামিন নেতানিয়াহুর টানা এক যুগের শাসনের অবসান ঘটল। রবিবার দেশটির পার্লামেন্টে বিরোধীদের নতুন জোট সরকার অনুমোদন পেয়েছে। এর মধ্যে দিয়েছে ক্ষমতায় থাকার সব আশা শেষ হলো দেশটির সবচেয়ে বেশি সময়ের শাসক নেতানিয়াহুর।

জোট সরকারের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন নাফতালি বেনেত। ছবি: সংগৃহীত
নতুন প্রধানমন্ত্রী হয়েছেন আরেক কট্টর ইহুদি জাতীয়তাবাদী রাজনীতিক নাফতালি বেনেট। ইসরায়েলে ১২০ আসনের পার্লামেন্ট। ডান-বাম ও মধ্যপন্থী সাতটি দলের সমন্বয়ে গঠিত নতুন কোয়ালিশন সরকারের পক্ষে পড়েছে ৬০টি ভোট। নেতানিয়াহুর পক্ষে পড়েছে ৫৯টি ভোট।
জেরুজালেম পোস্টের খবরে বলা হয়েছে, এর মধ্যেই জোট সরকারের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন নাফতালি বেনেত।
ক্ষমতা ভাগাভাগি চুক্তি অনুযায়ী নতুন সরকারের প্রথম দুই বছর প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করবেন বেনেত। তারপর পালা বদল হয়ে প্রধানমন্ত্রী হওয়ার কথা রয়েছে ইয়ার লাপিদের।