fbpx
BBS_AD_BBSBAN
২৯শে সেপ্টেম্বর ২০২৩ | ১৪ই আশ্বিন ১৪৩০ | পরীক্ষামূলক প্রকাশনা

ই-কমার্সে অর্ধেক কাজ করছে নারীরা

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, ই-কমার্সের মধ্যে অর্ধেক কাজ করছে বাংলাদেশের মহিলারা। কমনওয়েলথ বিটুবি হাই লেভেল ভারচ্যুয়াল মিটিং এর ওপেনিং সেশনে স্বাগত বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ডিজিটালঅইজেশনে বাংলাদেশ দ্রুত এগিয়ে যাচ্ছে। বাংলাদেশের অর্থনীতিতে ৯৮ ভাগ মোবাইল ব্যাংকিং সুবিধা অবদান রাখছে। ইন্টারনেট সুবিধার আওতায় এদেশের ৬৫ ভাগ মানুষ কাজ করছে, ডিজিটাল কমার্সের আওতায় এখন এক বিলিয়ন মার্কিন ডলাবের বেশি বাণিজ্য হচ্ছে।’

কোভিড-১৯ এর কঠিন অবস্থাতেও বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ৫.২৪ ভাগ। এটা এশিয়ার মধ্যে সবচেয়ে বেশি।
তিনি কমনওয়েলথ বিটুবি ডিজিটাল কানেকটিবিটি ভাব গ্রহণ, কমনওয়েলথ বিটুবি ডিজিটাল মার্কেট প্লেস সৃষ্টি, ভার্চুয়াল ট্রেইনিং এন্ড কেপাসিটি বিল্ডিং প্রোগ্রাম গ্রহণ, কমনওয়েলথ ট্রেড এন্ড ক্লাইমেট চ্যালেঞ্জ মোকাবেলায় ক্ষয়-ক্ষতি কাটিয়ে উঠার পদক্ষেপ গ্রহণ করার প্রস্তাব পেশ করেন এবং এজন্য কমনওয়েল্থকে দীর্ঘমেয়াদি কাজ করতে ওয়ার্কিং গ্রুপ গঠন করতে হবে বলে উল্লেখ করেন।

অনলাইনে প্যানেল আলোচনায় অংশ নেন- বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম, রুয়ান্ডার ট্রেড এন্ড ইন্ডাষ্ট্রি মিনিষ্টার সোরায়া হাকুজিইয়ারিমে জামাইকার ফরেন এন্ড ফরেন ট্রেড মিনিষ্টার সিনাতোরকামিনা জনসন স্মিথ, প্যাসিফিক আইসল্যান্ড প্রাইভেট সেক্টর এসোসিয়েশন এর চেয়ারম্যান স্টিফেন লায়ন এবং কমনওয়েলথ এন্টারপ্রাইজ এন্ড ইনভেষ্টমেন্ট কাউন্সিল এর চিঢ এক্সিকিউটিভ অফিসার সামন্থ কোহেন সিভিও।

Advertisement
Share.

Leave A Reply