fbpx

ঈদের আগে ব্যাংকে লেনদেন চলবে ১০ টা থেকে ৪ টা

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

আসছে ঈদুল আজহা উপলক্ষ্যে মানুষের স্বাভাবিক চলাচল ও পশুর হাটের বিষয়টি বিবেচনায় রেখে আগামী ১৫ জুলাই থেকে ২২ জুলাই পর্যন্ত চলমান বিধিনিষেধ শিথিল করে প্রজ্ঞাপন জারি করে সরকার। ফলে ব্যাংকের লেনদেন স্বাভাবিক নিয়মে করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক।

ঈদের আগে মোট তিন দিন ১৫, ১৮ ও ১৯ জুলাই ব্যাংক খোলা থাকবে। এসময় ব্যাংকে লেনদেন চলবে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। তবে ঈদের পর তা আবার আগের নিয়মে ফিরে আসবে। তখন ২৫ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত ব্যাংকে লেনদেন চলবে সকাল ১০টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত। এ সময়ে ব্যাংকগুলো চাহিদামাফিক শাখা খোলা রাখতে পারবে।

বাংলাদেশ ব্যাংক মঙ্গলবার (১৩ জুলাই) এক প্রজ্ঞাপন জারি করে এ তথ্য জানিয়েছে।

এদিকে আগামী ২১ জুলাই দেশে ঈদুল আজহা উদযাপিত হবে। এসময় ঈদের আগে পোশাকশিল্প এলাকা যেমন- ঢাকা মহানগর, আশুলিয়া, টঙ্গী, গাজীপুর, সাভার, ভালুকা, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামে ছুটির দিনেও ব্যাংকের শাখা খোলা থাকবে। তখন শনিবার ১৭ জুলাই ও ঈদের আগের দিন মঙ্গলবার ২০ জুলাই এসব শাখায় লেনদেন চলবে সকাল ১০টা থেকে বেলা ২টা পর্যন্ত।

Advertisement
Share.

Leave A Reply