fbpx

এবার ওমিক্রনে প্রাণ হারালো যুক্তরাষ্ট্রের নাগরিক

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

যুক্তরাজ্যের পর এবার যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রনে আক্রান্ত হয়ে একজন মারা গেছেন। বার্তা সংস্থা রয়টার্স মঙ্গলবার এবিসি নিউজের এক প্রতিবেদনের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে।

দেশটির টেক্সাস অঙ্গরাজ্যের স্বাস্থ্য কর্মকর্তারা জানান, স্থানীয় সময় গতকাল সোমবার ওমিক্রনে আক্রান্ত হয়ে একজন মারা যান।

টেক্সাসের হ্যারিস কাউন্টির স্বাস্থ্য কর্মকর্তারা এবিসি নিউজকে জানান, যুক্তরাষ্ট্রে ওমিক্রন ধরনে এটাই প্রথম মৃত্যু বলে ধারণা করা হচ্ছে। জানা গেছে, মৃত ওই ব্যক্তির বয়স পঞ্চাশের মতো। তিনি টিকা নেননি। তার শারীরিক অবস্থা ভালো ছিল না।

যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র (সিডিসি) জানিয়েছে, গত সপ্তাহে যুক্তরাষ্ট্রে যাদের করোনা শনাক্ত হয়েছে, সেসব নমুনার জিনগত রূপ বিশ্লেষণ করে পাওয়া তথ্যে দেখা যায়, এসব রোগীর মধ্যে ৭৩ শতাংশ ওমিক্রন ধরনে আক্রান্ত।

যুক্তরাষ্ট্রের নির্দিষ্ট কিছু অঞ্চলে এই ধরনটির প্রকোপ আরও বেশি। দেশটির উত্তর-পশ্চিম, দক্ষিণ ও মধ্য-পশ্চিম অঞ্চলে নতুন করে যেসব মানুষের করোনা শনাক্ত হয়েছে, তাদের মধ্যে ৯০ শতাংশের বেশি ওমিক্রন ধরনে আক্রান্ত হয়েছেন বলে জানা গেছে।

Advertisement
Share.

Leave A Reply