fbpx

এসএসসি-এইচএসসি শেষে শুরু হবে নিয়মিত ক্লাস: শিক্ষামন্ত্রী

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

এ বছরের এসএসসি ও এইচএসসি পরীক্ষা শেষ হবার পর আগামী জানুয়ারি থেকে শিক্ষাপ্রতিষ্ঠানে শুরু হবে নিয়মিত ক্লাস, বলে জানালেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

আজ শনিবার (২৩ অক্টোবর) চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতির নবনির্মিত কার্যালয়ের উদ্বোধন শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, ক্লাসের সংখ্যা এই মুহূর্তে বাড়ানোর আর কোনো সুযোগ নেই। নতুন বছরের শুরুতে ক্লাস শুরু হলে তখন ক্লাসের সংখ্যা বাড়ানো হবে।

তিনি বলেন, করোনা সংক্রমণের মধ্যে স্বাস্থ্যবিধি মেনে সামাজিক দূরত্ব নিশ্চিত করে শিক্ষার্থীদের শ্রেণী কার্যক্রম পরিচালনা করতে হবে। তবে, এই মুহূর্তে স্বাস্থ্যবিধি নিশ্চিত করে শ্রেণিকক্ষে শিক্ষা কার্যক্রম পরিচালনা করার মত এতো পরিমান জায়গা নেই। তাই যদি করোনার পরিস্থিতি স্বাভাবিক থাকে, তাহলেই ক্লাসের সংখ্যা বাড়ানোর জন্য চিন্তাভাবনা করা হবে।

Advertisement
Share.

Leave A Reply