fbpx

করোনা: উল্টোপথে বাংলাদেশ

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

সংক্রমনের দ্বিতীয় ধাক্কায় বিশ্বে যেখানে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে, সেখানে বাংলাদেশে সংক্রমনের গতি অনেকটাই নিম্নমুখী। বিশ্বের উর্দ্ধমুখী গতির ঠিক যেনো উল্টোপথে চলা।

৭ জানুয়ারির তুলনায় ৮ জানুয়ারি করোনাভাইরাসে মৃত্যু ও শনাক্তের সংখ্যা অনেকটাই কম। বৃহস্পতিবার ৩১ জনের প্রাণহানি হলেও শুক্রবার সকালে পর্যন্ত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১৬ জনের। একইসাথে গতকাল শনাক্তের সংখ্যা হাজার দাঁড়ালেও শুক্রবার সকাল পর্যন্ত আক্রান্তের সংখ্যা ছিলো ৭৮৫ জনে। নমুনা পরীক্ষা বিবেচায় শনাক্তের হারও ছিলো ৬ শতাংশের নিচে। শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এ নিয়ে দেশে করোনায় মৃত্যু হলো ৭ হাজার ৭৩৪ জনের। আর শনাক্ত রোগীর মোট সংখ্যা দাঁড়িয়েছে ৫ লাখ ২০ হাজার ৬৯০ জনে।

প্রায় এক সপ্তাহ পর ৭ জানুয়ারি নতুন রোগীর সংখ্যা হাজারে পৌছালেও ৮ জানুয়ারি আবার হাজারের নিচে নেমে এসেছে। অ্যান্টিজেনভিত্তিক পরীক্ষাসহ ৮ জানুয়ারি সকাল পর্যন্ত একদিনে দেশে ১৩ হাজার ৬৮১ জনের নমুনা পরীক্ষা করা হয়। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৮৩৩ জন।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়ে। বাংলাদেশে প্রথম শনাক্ত ধরা পরে ২০২০ সালের ৮ মার্চ।

করোনাভাইরাস ভ্যাকসিন হাতে না আসা পর্যন্ত সবাইকে কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিয়েছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা।

 

Advertisement
Share.

Leave A Reply