fbpx

ক্যাম্পাসেই এনআইডি পাবেন জবি শিক্ষার্থীরা

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

আগামী ২৫ অক্টোবর থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ক্যাম্পাসেই জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য আবেদন করতে পারবেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামেই স্থাপন করা হবে এনাইডি বুথ।

গতকাল ২০ অক্টোবর (বুধবার) বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ।

কর্তৃপক্ষ জানায়, যেসব শিক্ষার্থীর এনআইডি কার্ড নেই, তারা ২৫ থেকে ২৭ অক্টোবর পর্যন্ত অনলাইনে আবেদন করে আবেদন কপি ক্যাম্পাসের বুথে জমা দিয়ে এনআইডি কার্ড করতে পারবে।

বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটেও এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তিতে শিক্ষার্থীদের জাতীয় পরিচয়পত্র করার জন্য www.nidw.gov.bd ওয়েবসাইটে গিয়ে যথাযথভাবে নিবন্ধন ফর্ম পূরণ করে কপি ডাউনলোড করে অনলাইন জন্মসনদ, শিক্ষাসনদ, পিতা/মাতার এনআইডি কপি, বিশ্ববিদ্যালয়ের আইডি কার্ডের কপির সত্যায়িত কপি সঙ্গে নিয়ে আগামী ২৫ থেকে ২৭ অক্টোবরের মধ্যে কেন্দ্রীয় অডিটোরিয়াম (রেজিস্ট্রেশন কেন্দ্রে) আসতে বলা হয়েছে।

বলা হয়েছে, ইতোপূর্বে যে সব শিক্ষার্থী নিবন্ধন ফর্ম দুই পূরণ করেছেন কিন্তু বায়োমেট্রিক কার্যক্রম সম্পন্ন করতে পারেননি তারাও এনআইডি কার্ড করতে পারবেন। সেক্ষেত্রে তাদেরও উল্লেখিত কাগজপত্র সঙ্গে নিতে হবে।

Advertisement
Share.

Leave A Reply