fbpx

চীনে খনি দুর্ঘটনায় নিহত ১৮ শ্রমিক

Pinterest LinkedIn Tumblr +

চীনের দক্ষিণ পশ্চিমের চংকিং অঞ্চলে একটি কয়লা খনিতে আটকে পড়ে নিহত হয়েছেন অন্তত ১৮ জন শ্রমিক। চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া শনিবার ওই দুর্ঘটনার নিশ্চিত করেছে। এই এলাকায় মাত্র দুই মাসের মধ্যে এটি দ্বিতীয় বৃহৎ খনি দুর্ঘটনা।

প্রতিবেদনে বলা হয়, ডিয়াওশুইডং কয়লা খনিতে শুক্রবার স্থানীয় সময় বিকালে বিষাক্ত কার্বন মনোক্সাইড গ্যাসের মাত্রা হঠাৎ করে অনেক বেড়ে গেলে খনির ভেতর ২৪ জন শ্রমিক আটকা পড়েন।

এখন পর্যন্ত মাত্র একজনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। ১৮টি মৃতদেহ উদ্ধারের পাশপাশি নিখোঁজ বাকিদের উদ্ধারের চেষ্টা চলছে। মাটির নিচে যন্ত্রপাতি ভেঙ্গে ফেলার পর খনিটি প্রায় দুইমাস বন্ধ ছিল।

এর আগে গত সেপ্টেম্বরের শেষ দিকে চংকিংয়েরই সংযাও কয়লা খনিতে কার্বন মনোক্সাইড গ্যাস বেড়ে যাওয়া ভেতরে আটকা পড়ে ১৬ শ্রমিকের মৃত্যু হয়।

উল্লেখ্য, সারা বিশ্বের মধ্যে চীনে খনি দুর্ঘটনায় সবচেয়ে বেশি শ্রমিক মারা যায়।

Share.

Leave A Reply