fbpx

জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পক্ষ থেকে শ্রদ্ধা জ্ঞাপন

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

মহান বিজয় দিবস উপলক্ষে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে সাভারে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে বুধবার (১৬ ডিসেম্বর) ভোর ৬টা ৩৪ মিনিটে স্মৃতিসৌধে এ শ্রদ্ধা জানানো হয়।

রাষ্ট্রপতির পক্ষে তার সামরিক সচিব মেজর জেনারেল এস এম শামিম উজ জামান এবং প্রধানমন্ত্রীর পক্ষে তার সামরিক সচিব মেজর জেনারেল নকিব আহমদ চৌধুরী শহীদ বেদীতে এই শ্রদ্ধা জানান। সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল সামরিক কায়দায় শহীদদের প্রতি সালাম জানায়।

এরপর জাতীয় সংসদের স্পিকারের পক্ষ থেকে এবং তিন বাহিনীর পক্ষ থেকে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। পরে সর্বসাধারণের জন্য স্মৃতিসৌধ উন্মুক্ত করে দেওয়া হয়।

প্রতিবছর এই দিনে স্মৃতিসৌধ উৎসবমুখর থাকলেও এই বছর করোনার জন্য পরিস্থিতি ভিন্ন।

স্মৃতিসৌধের প্রবেশদ্বারে এবার আগে থেকেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে বিশেষ সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছিল। যারা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে আসছেন, তাদের ছোট ছোট দলে ভাগ করে ভেতরে ঢোকানো হচ্ছে। এছাড়া মাস্ক ছাড়া কাউকে ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে না। শুধু তাই নয়, স্মৃতিসৌধে ঢোকার পর সেখানে বেশিক্ষণ অবস্থান করতে দেওয়া হচ্ছে না।

Advertisement
Share.

Leave A Reply