fbpx

টেক্সাসে এখনও অন্ধকারে লাখো বাড়ি

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

যুক্তরাষ্ট্রের টেক্সাসে শীতকালীন ঝড়ে বন্ধ হয়ে যাওয়া পাওয়ার প্লান্টগুলো চালু হয়েছে। স্থানীয় গভর্নর গ্রিক অ্যাবোট এ খবর নিশ্চিত করেছেন। তবে এখনও বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে আছে প্রায় ৩ লাখ ২৫ হাজার বাড়ি।

সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, বিদ্যুৎ না থাকায় রাজ্যের পানি শোধনাগারগুলোও বন্ধ হয়ে যায়। এতে খাবার পানির সংকটে পড়ে প্রায় এক কোটি ৩০ লাখ বাসিন্দা। এ অবস্থায় বাসিন্দাদের ফুটানো পানি পান করার পরামর্শ দেয় কর্তৃপক্ষ। এই পরিস্থিতির জন্য সমালোচনার মুখে পড়ে বিদ্যুৎ বিভাগ।

এক সংবাদ সম্মেলনে গভর্নর বলেন, ’ চলতি সপ্তাহে টেক্সাসের বাসিন্দাদের সাথে যা হয়েছে তা গ্রহণযোগ্য নয়। এমন পরিস্থিতির পুনরাবৃত্তি আমরা চাই না।’

দেশটিতে কয়েকদিন ধরে চলা তুষার ঝড়ে এরই মধ্যে মারা গেছেন অন্তত ২১ জন।

Advertisement
Share.

Leave A Reply