fbpx

নিখোঁজের সাত দিন পর সন্ধান মিলেছে বাংলাদেশি যুবকের

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

সৌদি আরবে নিখোঁজের সাত দিন পর সন্ধান মিলেছে বাংলাদেশি যুবক মো. নাইমের। দেশটির আবহা শহরে পুলিশ হেফাজতে রয়েছেন নাইম।

শনিবার (১৬ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেছেন নাইমের বড় ভাই ইব্রাহিম খলিল। নাইম আরবেই রয়েছে এবং সে সুস্থ আছে বলে জানতে পেরেছে তার পরিবার।

নাইমের ভাই আরও জানান, গত ১০ এপ্রিল থেকে ভাইয়ের কোন খোঁজ না পাওয়ায় আশেপাশের প্রবাসীদের বিষয়টি জানান তারা। পরে শুক্রবার রাতে পাশের গ্রাম বাখরাবাদের আল আমিন নামের এক লোক ফোন দিয়ে জানায়, সৌদি আরবের আবহ শহর থেকে নাইম নিখোঁজ হয়েছে। এরপর সাতদিন পার হয়ে গেলে দেশটির প্রশাসনিক দপ্তরে খবর নিয়ে আজ জানতে পারেন নাইম পুলিশের হেফাজতে আছে।

ইব্রাহিম খলিল বলেন, ‘আমরা জেনেছি, নাইমের শুধুমাত্র রিয়াদ শহরে কাজ করার অনুমতি আছে। তাই রিয়াদ ছেড়ে আবহ শহরে যাওয়ায় তাকে পুলিশ আটকায়। তার সঙ্গে চারজন ভারতীয় ও আরেকজন বাংলাদেশিও আছে। বিষয়টি তাদের প্রতিষ্ঠানের মালিককে জানানোর ব্যবস্থা করছি। খুব দ্রুতই নাইমকে পুলিশের কাছ থেকে নিয়ে আসা সম্ভব বলে আশা করছি।’

Advertisement
Share.

Leave A Reply