fbpx
BBS_AD_BBSBAN
১লা ডিসেম্বর ২০২৩ | ১৬ই অগ্রহায়ণ ১৪৩০ | পরীক্ষামূলক প্রকাশনা

পাকিস্তানে ট্রেন দুর্ঘটনায় নিহত ৪০, আহত শাতাধিক

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

পাকিস্তানে দুটি যাত্রীবাহী ট্রেনের সংঘর্ষে নিহত হয়েছেন অন্তত ৪০ জন। আহত হয়েছেন আরও ১২০ জন।সোমবার (৭ জুন) সকালে দেশটির সিন্ধু প্রদেশের ঘোটকি জেলায় এই দুর্ঘটনা ঘটে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে কর্তৃপক্ষ।

স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, দেশটির সবচেয়ে বড় শহর করাচি থেকে ২৭৩ মাইল উত্তরের শহর দারকি শহরে এই দুর্ঘটনা ঘটে। 

পাকিস্তানের সংবাদ মাধ্যম ডন এর প্রতিবেদনে দেশটির রেলওয়ে বিভাগের এক মুখপাত্র জানিয়েছেন, মিল্লাত এক্সপ্রেস করাচি থেকে সারগোদা যাওয়ার পথে লাইনচ্যুত হয়ে ডাউন ট্রাকে চলে যায়। অন্যদিকে রাওয়ালপিন্ডি থেকে আসা স্যার সৈয়দ এক্সপ্রেসের সঙ্গে সংঘর্ষ হয় মিল্লাত এক্সপ্রেসের।

ঘোটকি জেলার এসএসপি উমর তুফায়েল জানান, ‘মিল্লাত এক্সপ্রেসের ধ্বংসস্তূপের মধ্যে এখনও ১৫ থেকে ২০ জন যাত্রী আটকা পড়ে আছেন। তারা সাহায্য চেয়ে চিৎকার করছেন। তাদের উদ্ধারের জন্য কর্তৃপক্ষ ভারী যন্ত্রপাতি আনার চেষ্টা করছে।”

ঘটনার পরপর ঘোটকি, দারকি, ওবারো ও মিরপুর মাথেলো এলাকার হাসপাতালগুলোতে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। হাসপাতাল সংশ্লিষ্ট সব চিকিৎসক ও কর্মীদের দায়িত্বে ফেরার জন্য ডেকে পাঠিয়েছে স্থানীয় প্রশাসন।

Advertisement
Share.

Leave A Reply