fbpx

প্রাথমিকে নিয়োগ: লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ৪১ হাজার

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-২০২০’-এর প্রথম পর্বের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।

প্রথম ধাপে ২২ জেলায় ৪০ হাজার ৮৬২ জন প্রার্থীকে মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত করা হয়। বৃহস্পতিবার প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নিজস্ব ওয়েবসাইটে এই ফল প্রকাশ করা হয়।

শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রার্থীদের লিখিত পরীক্ষায় প্রাপ্ত নম্বর ও মৌখিক পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে চূড়ান্তভাবে প্রার্থী নির্বাচন করা হবে। মৌখিক পরীক্ষার স্থান, তারিখ ও সময় পরে যথাসময়ে জানানো হবে।

গত ২২ এপ্রিল ২২ জেলায় পরীক্ষা হয়। এর মধ্যে ১৪ জেলায় সম্পূর্ণ এবং ৮ জেলার আংশিক পরীক্ষা নেয়া হয়।

১৪ জেলা হচ্ছে- চাঁপাইনবাবগঞ্জ, মাগুরা, শেরপুর, গাজীপুর, নরসিংদী, মানিকগঞ্জ, ঢাকা, মাদারীপুর, মুন্সীগঞ্জ, লক্ষ্মীপুর, ফেনী, চট্টগ্রাম, মৌলভীবাজার ও লালমনিরহাট। আর যে ৮ জেলায় আংশিক পরীক্ষা হয়, সেগুলো হলো- সিরাজগঞ্জ, যশোর, ময়মনসিংহ, নেত্রকোণা, কিশোরগঞ্জ, টাঙ্গাইল, কুমিল্লা ও নোয়াখালী।

পরীক্ষার ফল দেখতে এখানে ক্লিক করুন।

Advertisement
Share.

Leave A Reply