fbpx
BBS_AD_BBSBAN
৫ই ডিসেম্বর ২০২২ | ২০শে অগ্রহায়ণ ১৪২৯ | পরীক্ষামূলক প্রকাশনা

বাইডেনের সিনিয়র প্রেস টিমের সবাই নারী

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

যুক্তরাষ্ট্রের নব-নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন হোয়াইট হাউস প্রেস টিমে যাদের নাম ঘোষণা করেছেন তাদের সকলেই নারী।

দেশটির ইতিহাসে এ প্রথমবারের মতো এ ধরনের উদ্যোগ নেয়া হয়েছে বলে বাইডেন কার্যালয় থেকে বলা হয়েছে।

এক বিবৃতিতে বাইডেন বলেছেন, ‘আজ আমি আনন্দের সঙ্গে ঘোষণা করছি প্রথম বারের মতো হোয়াইট হাউসের সিনিয়র গণযোগাযোগ দল নারীদের সমন্বয়ে গঠিত হচ্ছে।’

তিনি আরো বলেন, ‘এই দক্ষ, অভিজ্ঞ জনসংযোগকারীরা বিভিন্ন দৃষ্টিকোন থেকে এবং দেশকে আরো উন্নত করে গড়তে অভিন্ন অঙ্গীকার নিয়ে কাজ করবেন।’

এরই মধ্যে হোয়াইট হাউস প্রেস সেক্রেটারি হিসেবে জেন পাসাকির নাম ঘোষণা করা হয়েছে।  ৪১ বছর বয়সী পাসাকি ওবামা-বাইডেন আমলে হোয়াইট হাউসের গণযোগাযোগ পরিচালকসহ একাধিক সিনিয়র পদে দায়িত্ব পালন করেছিলেন।

Advertisement
Share.

Leave A Reply