fbpx
BBS_AD_BBSBAN
৫ই ডিসেম্বর ২০২৩ | ২০শে অগ্রহায়ণ ১৪৩০ | পরীক্ষামূলক প্রকাশনা

বিকাশে যে ২৫টি বীমা কোম্পানির প্রিমিয়াম দেওয়া যাবে

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

দেশের ২৫টি কোম্পানির ইন্স্যুরেন্সের প্রিমিয়াম বিকাশে পরিশোধ করতে পারছেন বিকাশ গ্রাহকরা। এতে বাড়তি কোনো খরচও দিতে হচ্ছে না।

এছাড়া বাৎসরিক মাত্র ১৫০ টাকা থেকে শুরু করে পছন্দ অনুযায়ী বিভিন্ন পরিমাণ প্রিমিয়াম দিয়ে বিকাশ অ্যাপ থেকেই বিভিন্ন মেয়াদি স্বাস্থ্য এবং জীবনবীমা পলিসি নেয়ার সুযোগও রয়েছে।

কোম্পানিভেদে বিকাশের পে বিল অপশন থেকে মার্চেন্ট নম্বর সিলেক্ট করে অথবা সরাসরি পেমেন্ট অপশন থেকে অথবা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ওয়েবসাইটের পেমেন্ট গেটওয়ে থেকে প্রিমিয়াম জমা দেয়া যাবে।

মিলভিক বাংলাদেশ লিমিটেড ও কার্নিভাল অ্যাশিউর লিমিটেড-এর স্বাস্থ্য ও জীবন বীমা বিকাশ অ্যাপ থেকেই নেয়ার সুযোগ পাচ্ছেন বিকাশ গ্রাহক।

ইন্স্যুরেন্স পলিসি নিতে প্রথমে গ্রাহককে বিকাশ অ্যাপের ‘ইন্স্যুরেন্স’ অপশন থেকে ‘কার্নিভাল অ্যাশিউর লিমিটেড’ কিংবা ‘মিলভিক বাংলাদেশ লিমিটেড’ নির্বাচন করতে হবে। এর পরের ধাপে গ্রাহকের পছন্দ অনুযায়ী কার্নিভাল বা মিলভিকের ইনস্যুরেন্স ক্যাটাগরিগুলো দেখা যাবে। পছন্দের ক্যাটাগরিতে গিয়ে গ্রাহক তার ব্যক্তিগত তথ্য, মনোনীত ব্যক্তির (নমিনি) তথ্য ও ঠিকানা দেয়ার পর ‘সাবমিট’ বাটনে ক্লিক করলেই ইনস্যুরেন্স এর আবেদন হয়ে যাবে অ্যাপ থেকেই।

কার্নিভালের গ্রাহকরা ৫ ধরনের হেলথ ইন্স্যুরেন্সের পাশাপাশি লাইফ ইন্স্যুরেন্স অর্থাৎ জীবন বীমাও করতে পারছেন।

আর মিলভিক ইন্স্যুরেন্সের ক্ষেত্রে ১৮ থেকে ৬৯ বয়সী গ্রাহকরা সর্বোচ্চ ২ লাখ টাকা পর্যন্ত ইন্স্যুরেন্স কাভারেজ পেতে পারেন।

যেসব কোম্পানির কিস্তি বিকাশে পরিশোধ করা যায়:

মেটলাইফ বাংলাদেশ, গ্রীণ ডেল্টা ইন্স্যুরেন্স, সানফ্লাওয়ার লাইফ ইন্স্যুরেন্স, সোনালী লাইফ ইন্স্যুরেন্স, প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স, গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স, মার্কেন্টইল ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, , গোল্ডেন লাইফ ইন্স্যুরেন্স, ডায়মন্ড লাইফ ইন্স্যুরেন্স, বেস্ট লাইফ ইন্স্যুরেন্স, হোমল্যান্ড লাইফ ইন্স্যুরেন্স, যমুনা লাইফ ইন্স্যুরেন্স, জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, চার্টাড লাইফ ইন্স্যুরেন্স, আলফা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, সানলাইফ লাইফ ইন্স্যুরেন্স, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স, স্বদেশ লাইফ ইন্স্যুরেন্স, রুপালি ইন্স্যুরেন্স, ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, এনআরবি গ্লোবাল ইন্স্যুরেন্স, প্রটেকটিভ ইসলামি লাইফ ইন্স্যুরেন্স, আস্থা লাইফ ইন্স্যুরেন্স,গ্রামীন টেলিকম হেলথ কেয়ার সল্যুশন্স।

Advertisement
Share.

Leave A Reply