fbpx

বিদেশিদের জন্য ভ্রমণ নিষেধাজ্ঞা দিয়েছে জাপান

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

করোনাভাইরাসের নতুন ধরন ‘ওমিক্রন’ শনাক্তের পর আফ্রিকার দক্ষিণাঞ্চলের ভ্রমণ নিষেধাজ্ঞা দিচ্ছে জাপান। আগামীকাল মঙ্গলবার (৩০ নভেম্বর) থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে।

আজ সোমবার (২৯ নভেম্বর) দেশটির প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা এক ঘোষণায় নিষেধাজ্ঞার বিষয়টি নিশ্চিত করেন বলে জানানো হয়েছে রয়টার্সের প্রতিবেদনে।

প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা জানান, ‘আমরা সব বিদেশি নাগরিকের জন্য ৩০ নভেম্বর থেকে প্রবেশে নিষেধাজ্ঞা আনতে যাচ্ছি’।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ব্যবসায়ী, বিদেশি শিক্ষার্থীরা এ নিষেধাজ্ঞার আওতায় থাকবে বলে জাপানি সরকারের একাধিক সূত্র থেকে জানা গেছে।

এদিকে, গত ৮ নভেম্বর বিদেশি শিক্ষার্থী ও টেকনিক্যাল ইন্টার্নদের ১৪ দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টিন শর্তে প্রবেশের অনুমতি দিয়েছিল জাপান। তবে যারা টিকার দুই ডোজ সম্পন্ন করেছিলেন, তাদের জন্য কোয়ারেন্টিনের সময়সীমা ছিল ১০ দিনের।

এর আগে, ওমিক্রনের সংক্রমণ মোকাবেলায় ‘ইসরায়েল’ প্রথম দেশ হিসেবে আন্তর্জাতিক সীমান্ত বন্ধের ঘোষণা দেয়। এছাড়া, আফ্রিকার দক্ষিণাঞ্চলের আটটি দেশে ভ্রমণ নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়ন এবং যুক্তরাষ্ট্র।

Advertisement
Share.

Leave A Reply