বাংলাদেশের রক তারকা ‘বেজবাবা সুমন’ নামে পরিচিত শিল্পী অর্থহীন ব্যান্ডের প্রতিষ্ঠাতা ও গায়ক সাইদুস খালেদ সুমনের শারীরিক অবস্থার অবনতি হয়েছে। তিনি এখন চিকিৎসাধীন আছেন ব্যাংককের সামিতিভেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা ইউনিটে (আইসিইউ)। বেজবাবা সুমনের ভক্তরা তাঁর সুস্থতা চাইছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে শুভকামনা ও প্রার্থনা প্রকাশ করে।
সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, বুধবার (১০ মার্চ) শারীরিক অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
সুমন নিজেই এ খবর নিশ্চিত করে তার ফেসবুকে জানিয়েছেন, সম্প্রতি শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাকে নিবিড় পর্যবেক্ষণের জন্য আইসিইউতে রাখা হয়েছে।

বেশ ক’বছর ধরেই বিভিন্ন শারীরিক অসুস্থতায় ভুগছেন এই রকস্টার। ছবি: ফেসবুক
জনপ্রিয় এই বেজগিটারিস্ট বেশ কয়েক বছর ধরেই ক্যান্সারের সাথে লড়াইরত। গত বছর জার্মানিতে তাঁর মেরুদণ্ডে একটি অস্ত্রোপচার হওয়ার কথা ছিল। করোনা মহামারীর কারণে সেটি সম্ভব হয়নি। কোভিডকালীন সময়ে জার্মানি এখনও ইউরোপিয়ান ইউনিয়ন (ইইউ)-এর অন্তর্ভুক্ত নয় এমন দেশের নাগরিকদের ভিসা প্রত্যাখ্যান করছে। ফলে সুমন অপারেশনের জন্য সে দেশে যেতে পারেননি।
সুমন আরও জানান, চিকিৎসাকালে একটি দুর্ঘটনায় তিনি মারাত্মক আহত হন। তার সুস্থতার সম্ভাবনা এখন জার্মানিতে অস্ত্রোপচারের উপর নির্ভর করছে। তা না হলে সারা জীবনের জন্য পঙ্গু হয়ে যেতে পারেন তিনি।