fbpx

মনটাকে জাগিয়ে রাখা কঠিন মনে হচ্ছে জয়ার

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

করোনা সংক্রমণ বেড়েই চলছে বিশ্বব্যাপী। কতশত মানুষ তাদের প্রিয়জনকে হারাচ্ছেন। কথায় আছে- যার যায়, সে বোঝে। আসলেই তাই। মনে হচ্ছে, সময় থমকে গেছে। চারদিকে শুধু হাহাকার। সবার এই দুর্দিনে  বাংলাদেশের অনবদ্য অভিনেত্রী জয়া আহসানের মন গভীর বেদনায় আচ্ছন্ন। শনিবার(১ এপ্রিল) নিজের এই বেদনাকে তার ফেসবুক ভক্তদের সাথে শেয়ার করলেন জয়া। বিবিএস বাংলার পাঠকদের জন্য জয়ার ফেসবুক থেকে পোস্টটি হুবহু তুলে দেওয়া হল-

‘মনটাকে জাগিয়ে রাখা কী যে কঠিন মনে হচ্ছে আজকাল। এত ক্ষয়, এত মৃত্যু, এত হাহাকার! চারদিকে যেন শুধু একটাই চিহ্ন, বিয়োগের। আমাদের কত না আপনজন উষ্ণ হাতের মুঠো ছেড়ে বিদায় নিচ্ছেন। যারা আমাদের আনন্দের সময়ের বন্ধু, বেদনার সময়ের আশ্রয়, বিপদের সময়ের ভরসা, তারা চলে যাচ্ছেন একে একে। চলে গেলেন সৌমিত্র কাকুর মতো মেঘ–সমান উঁচু একজন মানুষ, চলে গেলেন আরও কত কত কবি, লেখক, শিল্পী। ঢাকায়, কলকাতায় একই অন্ধকার ছবি। সমস্ত ভারতেই করোনার ভয়ংকর থাবায় মানুষ বড় নিঃসহায়। মন খারাপ করা নিউজ ফিডের সোশ্যাল মিডিয়া যেন মৃত্যুর প্রান্তর। খবরের কাগজ হাতে নেওয়ার আগেই বুক ধক করে ওঠে, আজ জানি আবার কে! কলকাতায় আমার বন্ধু সহকর্মীদের কথা ভাবি। কতদিন দেখা হয়নি। অসম্ভব কষ্টের একটা সময় পার করছে তারা। একটা করে মন্দ খবর শুনি, আর আমার মনটা নিভে আসে একটু একটু করে। যাদের সঙ্গে এতদিন ধরে কাজ করছি কলকাতায়, পরিচালক–শিল্পী–কুশলী–সহযোগী, শুনি তাদের কষ্ট, অসুস্থতা আর বিদায়ের খবর। আমার আলো কমে যায়। আমার কেবলই মঙ্গল কামনা। আলো ফিরে আসুক সবার জীবনে। হতাশার এই অন্ধকারে মন যেন পথ না হারায়। তোমার মুক্তি আর আমার মুক্তি আলোয় আলোয়, এই আঁধারে। বন্ধুরা, মন শক্ত করে বাঁধো। সময় আসছে। আবার আমরা একসঙ্গে, হাতে হাত ধরে, প্রান্তরের শেষ রেখার দিকে ছুটব। ওই রেখাটা পার হতে এখনো যে বাকি।’

Advertisement
Share.

Leave A Reply