fbpx
BBS_AD_BBSBAN
৯ই ডিসেম্বর ২০২৩ | ২৪শে অগ্রহায়ণ ১৪৩০ | পরীক্ষামূলক প্রকাশনা

মালয়েশিয়া থেকে আসা বিমানে বোমা আতঙ্ক, জরুরি অবতরণ

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মালয়েশিয়ান এয়ারলাইন্সের একটি ফ্লাইট জরুরি অবতরণ করেছে। বিমানটিতে বোমা থাকার খবরে শাহজালাল বিমানবন্দরে সতর্ক অবস্থান নিয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। এরইমধ্যে, বিমানটিতে তল্লাশি শুরু হয়েছে বলে ঢাকার শীর্ষ পর্যায়ের একজন পুলিশ কর্মকর্তা জানিয়েছেন।

আজ বুধবার (১ ডিসেম্বর) এমএইচ-১৯৬ ফ্লাইটটি রাত ১০টা ৪০ মিনিটে মালয়েশিয়ার কুয়ালালামপুর থেকে ছেড়ে এসে ঢাকায় অবতরণ করে। প্রাথমিকভাবে জানা গেছে, ফ্লাইটিতে ১৩৫ জন যাত্রী ছিলো।

ঢাকা মহানগর পুলিশ কমিশনার মোহা. শফিকুল ইসলাম সংবাদমাধ্যমকে জানান, বিমানবন্দরে একটি মেসেজ আসে যে, ফ্লাইটটিতে বোমা থাকতে পারে। নিরাপত্তাকর্মীরা ফ্লাইটটিতে তল্লাশি চালাচ্ছেন।

এ বিষয়ে জানতে চাইলে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক বলেন, ‘আমরা কাজ করছি। পরে বিস্তারিত জানাব’।

Advertisement
Share.

Leave A Reply