fbpx

মিয়ানমারের সামরিক সেনাদের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

মিয়ানমারের সেনা অভ্যুত্থানের নেতাদের উপর নিষেধাজ্ঞা আরোপের নির্বাহী আদেশকে অনুমোদন দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। নিষেধাজ্ঞার আওতায় দেশটির সামরিক বাহিনীর কর্মকর্তা, তাদের পরিবারের সদস্য ও সংশ্লিষ্ট বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানও পড়বে। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি এই খবর নিশ্চিত করেছে।

এছাড়া এই পদক্ষেপের আওতায় যুক্তরাষ্ট্রে থাকা সরকারের এক বিলিয়ন তহবিলেও সামরিক বাহিনীর সদস্যদের হাত দেয়ার পথ বন্ধ করে দেয়া হবে।

চলতি বছর ২০ জানুয়ারি, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতা গ্রহণের পর এবারই প্রথম নিষেধাজ্ঞার কোনো নির্বাহী আদেশে অনুমোদন দিলেন জো বাইডেন।

মঙ্গলবার রাজধানী নেপিদোতে সেনা অভ্যুত্থানের বিরুদ্ধে বিক্ষোভের সময় এক নারীর মাথায় গুলি লেগে গুরুতর আহত হন। এরপরই যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এমন পদক্ষেপ নেয়া হল।

এর আগে সেনাবাহিনীর হাতে আটক অং সান সু চি’সহ বেসামরিক নেতাদের মুক্তির আহ্বান জানিয়েছিলেন প্রেসিডেন্ট জো বাইডেন।
দরকার হলে আরো পদক্ষেপ নেয়ারও হুমকি জানিয়ে বাইডেন বলেন, “মিয়ানমারের মানুষ তাদের আওয়াজ তুলছে এবং পুরো বিশ্ব তা দেখছে।”

Advertisement
Share.

Leave A Reply