fbpx

মিয়ানমারে সেনা অভিযানে নিন্দা জানিয়েছে থাইল্যান্ড

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

মিয়ানমারে সেনা অভ্যুত্থানবিরোধী বিক্ষোভে দমন-নিপীড়নে উদ্বেগ জানিয়েছে প্রতিবেশী দেশ থাইল্যান্ড। সংবাদ মাধ্যম আল-জাজিরা এ খবর জানিয়েছে।

বৃহস্পতিবারও নিরাপত্তা বাহিনীর বাধা উপেক্ষা করে বিক্ষোভে নামে হাজারো গণতন্ত্রপন্থীরা। এসময় আন্দোলনকারীরা মিয়ানমারের সেনাপ্রধান সিনিয়র জেনারেল মিন অং হ্লাআইংয়ের ক্ষমতা দখলের প্রতিবাদে সামরিক গঠণতন্ত্রের কপি আগুনে পুড়িয়ে দেয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে বিদ্রোহী নিয়ন্ত্রিত সীমান্ত এলাকায় অভিযান জোরালো করেছে সেনাবাহিনী। পাল্টা প্রতিরোধ গড়ে তুলছে বিদ্রোহী গোষ্ঠীগুলোও।

মিয়ানমারে নিযুক্ত জাতিসংঘের বিশেষ দূত বলেন, দেশটিতে সহিংসতা বাড়ার সাথে সাথে ‘ আসন্ন রক্তপাত’-এর ঝুঁকি বেড়ে যাচ্ছে। এই পরিস্থিতি এড়াতে নিরাপত্তা পরিষদকে পদক্ষেপ নেয়ার আহ্বান জানায় সংস্থাটি।

স্থানীয় একটি মনিটরিং গ্রুপ জানায়, এই পর্যন্ত বিক্ষোভে নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৫৩৬ জনে।

Advertisement
Share.

Leave A Reply