fbpx

শান্তি আলোচনার প্রাথমিক চুক্তিতে আফগান-তালেবান

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

আফগানিস্তানে ১৯ বছরের মধ্যে প্রথমবারের মতো জঙ্গিগোষ্ঠী তালেবানের সঙ্গে প্রাথমিক একটি চুক্তিতে পৌঁছেছে সরকার। বুধবার লিখিত এই চুক্তি হয়। এক টুইটার বার্তায় এই খবর নিশ্চিত করেছে তালেবান গোষ্ঠীর এক মুখপাত্র। আফগান সরকারে পক্ষ থেকেও বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এই  চুক্তিকে স্বাগত জানিয়েছে জাতিসংঘ ও যুক্তরাষ্ট্র।

আফগান পুনর্মিলনে যুক্তরাষ্ট্রের বিশেষ দূত জালমে খলিলজাদ জানান, ‘তিন পৃষ্ঠার চুক্তিতে, রোডম্যাপ ও বিস্তৃত যুদ্ধবিরতির ব্যাপারে নিয়ম ও প্রক্রিয়া বিধিবদ্ধ করা হয়েছে।’

দুই পক্ষেরে মধ্যে এই চুক্তিকে বিরাট সাফল্য হিসেবে বিবেচনা করা হচ্ছে। এর মাধ্যমে যুদ্ধ বিরতি নিয়ে আলোচনাসহ আরও অনেক গুরুত্বপূর্ণ আলোচনার সুযোগ তৈরি হল।

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় গেল বছর থেকে দোহায় তালেবান ও আফগান সরকারের যুদ্ধ অবসানে আলোচনা শুরু হয়। তবে এর মধ্যেও আফগান বাহিনীর ওপর নিয়মিত হামলা চালিয়ে যাচ্ছিল তালেবান গোষ্ঠী।

Advertisement
Share.

Leave A Reply