fbpx

শেয়ার বাজার : প্রথম দিনেই পতন

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

সপ্তাহের প্রথম কার্য দিবসে দেশের শেয়ার বাজারে সূচক ও লেনদেনে পতন ঘটেছে।

১৪ ফেব্রুয়ারি ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স কমেছে দশমিক ৬৮ শতাংশ। দেশের আরেক পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক সিএসসিএক্স কমেছে দশমিক ৬৪ শতাংশ।

৫ হাজার ৪৮৫ পয়েন্ট নিয়ে গতকালের লেনদেন শুরু করেছিল ডিএসইএক্স। এদিন লেনদেন শেষে তা ৫ হাজার ৪৪৮ পয়েন্টে নেমে যায়। গতকাল সূচকটি কমেছে ৩৭ পয়েন্ট বা দশমিক ৬৮ শতাংশ। ডিএসইর ব্লু চিপ সূচক ডিএস-৩০ দিনের ব্যবধানে প্রায় ১১ পয়েন্ট বা দশমিক ৫১ শতাংশ কমে গতকাল লেনদেন শেষে ২ হাজার ৯৯ পয়েন্টে দাঁড়িয়েছে, আগের দিন যা ছিল ২ হাজার ১১০ পয়েন্ট। তবে এক্সচেঞ্জটির শরিয়াহ সূচক ডিএসইএস গতকাল ২ পয়েন্ট বা দশমিক ১৯ শতাংশ বেড়ে দিনশেষে ১ হাজার ২৩৮ পয়েন্টে দাঁড়িয়েছে, আগের কার্যদিবসে যা ছিল ১ হাজার ২৩৬ পয়েন্ট।

গতকাল ডিএসইতে লেনদেন হওয়া ৩৫৩টি কোম্পানি, মিউচুয়াল ফান্ড ও করপোরেট বন্ডের মধ্যে দিনশেষে দর বেড়েছে ৫৭টির, কমেছে ১৯৫টির আর অপরিবর্তিত ছিল ১০১টি সিকিউরিটিজের বাজারদর।

Advertisement
Share.

Leave A Reply