fbpx

সকলেই নেগেটিভ, টাইগারদের প্র্যাকটিস সোয়া দশটায়

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

নিউজিল্যান্ডে হোম কোয়ারেন্টিনে বাংলাদেশ দল, শেষ করোনা টেস্টের ফলাফলের অপেক্ষায়। অবশেষে সোমবার সকালে এসেছে সেই কাঙ্ক্ষিত ফল, বাংলাদেশ দলের সকলেই নেগেটিভ। অনুশীলনে ফিরতে পারবে আগামীকাল থেকেই।

নিউজিল্যান্ড থেকে এক ভিডিও বার্তায় খালেদ মাহমুদ সুজন জানিয়েছেন, ‘গতকাল আমাদের একটি করোনা শেষ টেস্ট ছিল এখানে, উনিশ তারিখে। আজকে সকালে রেজাল্ট এসেছে। আলহামদুলিল্লাহ আমরা সবাই নেগেটিভ। আর এই নিগেটিভ হওয়ার কারণে ইনশাআল্লাহ আমরা আগামীকাল এখান থেকে বের হতে পারবো এবং প্র্যাকটিসে যেতে পারবো। সোয়া দশটা থেকে প্র্যাকটিস আছে লিংকন ইউনিভার্সিটি গ্রাউন্ডে, যেখানে আমরা জিমের সুবিধাটাও পাব।’

সকলেই নেগেটিভ, টাইগারদের প্র্যাকটিস সোয়া দশটায়

অনুশীলন শেষ করেই টাইগাররা উঠবে টিম হোটেলে।

অনুশীলন শেষ করেই বাংলাদেশ দল উঠে যাবে হোটেলে, ‘প্র্যাকটিস শেষ করে আমরা আমাদের হোটেলে উঠে যাব। তারপর থেকে স্বাভাবিকভাবে আমরা চলাফেরা করতে পারব, ট্রেনিং করতে পারব, সবই করতে পারব। নিজেকে তৈরী করতে পারব প্রথম টেস্টের জন্য।’

দলের এই কঠিন সময়ে দেশবাসীর নিকট দোয়া চেয়েছেন সুজন, ‘দেশবাসীর কাছে এটাই প্রত্যাশা, সবাই আপনারা দোয়া রাখবেন যাতে আমরা ভালো থাকি, এখানে সবাই সুস্থ্য থাকি। এবং ভালো একটা সিরিজ খেলতে পারি।’

Advertisement
Share.

Leave A Reply