fbpx

অক্টোবর পর্যন্ত প্রধানমন্ত্রী থাকতে চান বরিস জনসন

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

নিজ দল কনজারভেটিভ পার্টি থেকে পদত্যাগ করতে যাচ্ছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন। আজই দলীয় প্রধানের পদ ছাড়বেন তিনি। বৃহস্পতিবার সকালে আরও কয়েকজন মন্ত্রীর পদত্যাগের পর এই ঘোষণা আসে।

তবে এখনই প্রধানমন্ত্রীর পদ ছাড়তে নারাজ বরিস। গ্রীষ্মে টোরিদের নতুন নেতা নির্বাচিত না হওয়া অবদি শরৎকাল পর্যন্ত প্রধানমন্ত্রী পদে থাকতে চান তিনি।

সংবাদ মাধ্যমে বিবিসি জানিয়েছে, জনসন তার পদত্যাগের সিদ্ধান্তের কথা এরই মধ্যে টোরি পার্লামেন্টারি গ্রুপ ১৯২২ কমিটির চেয়ারম্যানকে জানিয়ে দিয়েছেন। অক্টোবরে দলীয় সম্মেলনে দায়িত্ব নেয়া নেতাই প্রধানমন্ত্রী পদে জনসনের স্থলাভিষিক্ত হবেন।

নবনিযুক্ত চ্যান্সেলর নাদিম জাহাভি আজ সকালে জনসনের উদ্দেশ্যে বলেন, ‘তাকে যেতে হবে’। চ্যান্সেলর হওয়ার দুই দিন পরেই এমন মন্তব্য করেন নাদিম।

নতুন শিক্ষামন্ত্রী মিশেল ডোনেলান ও নর্দার্ন আয়ারল্যান্ডের মন্ত্রী ব্রানডন লুইসও মন্ত্রীসভা থেকে পদত্যাগ করেছেন।

এর আগের দিনেই বরিসের মন্ত্রিসভার ৫৪ জন সদস্য পদত্যাগ করেন।

দেশটির এক কর্মকর্তার যৌন অসদাচরণকে কেন্দ্র করে সংকটের জেরে রাজনৈতিক অস্থিরতা তৈরি হয়।

Advertisement
Share.

Leave A Reply