fbpx

অচেনা জেফার!

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

জেফার রহমান। নামটা এতদিন সঙ্গীতের সঙ্গেই পরিচিত ছিলো। আধুনিক বাংলা গানের বেশ পরিচিত এক নাম জেফার রহমান। এবার অন্য পরিচয়েই হাজির হচ্ছেন তিনি। তবে সবচেয়ে আলোচিত হচ্ছেন যে জন্য সেটি হচ্ছে তার লুক।

চিরপরিচিত জেফারকে যেনো চেনাই যাচ্ছে না এই নতুন পরিচয়ে। চরকি অরিজিনাল ফিল্ম ‘লাস্ট ডিফেন্ডার অব মনোগামী’ দিয়ে অভিনয়ে অভিষেক হচ্ছে তাঁর।

চরকির ‘মিনিস্ট্রি অব লাভ’ প্রকল্পের এই সিনেমাটি পরিচালনা করেছেন মোস্তফা সরয়ার ফারুকী। এই ছবির কিছু স্থিরচিত্র প্রকাশ্যে আসতেই জেফারকে দেখে চমকে গেছেন সবাই।

মাত্রই কিছু দিন আগে জেফারের গাওয়া ‘ঝুমকা’ নামের একটি গান মুক্তি পেয়েছে। যা স্পটিফাই, ইউটিউবে ট্রেন্ডিংয়ে ছিল। যুক্তরাষ্ট্রপ্রবাসী বাংলাদেশি শিল্পী মুজার সঙ্গে গানটি গেয়েছেন জেফার রহমান, গানের অন্যতম গীতিকারও তিনি।
‘মনোগামী’ দিয়ে আবারও এলেন আলোচনায়। চঞ্চল চৌধুরীর বিপরীতে অভিনয় দিয়ে প্রথমবার এলেন চলচ্চিত্রের অভিনয়ে।

অচেনা জেফার!

অভিনয়ের অভিজ্ঞতা নিয়ে জেফার বলেন, ‘সংগীতশিল্পী হিসেবে আগেও পর্দায় হাজির হয়েছি। কিন্তু “মনোগামী”র মাধ্যমে প্রথমবারের মতো অভিনেতা হিসেবে পর্দায় আসব। বিষয়টি আমার জন্য অনেক আনন্দের, একই সঙ্গে চ্যালেঞ্জিংও। মোস্তফা সরয়ার ফারুকীর সিনেমায় অভিনয় করতে পারা ও সহ-অভিনেতা হিসেবে চঞ্চল চৌধুরীকে পাওয়া আমার জন্য কিছুটা চাপের, তবে ভীষণ রোমাঞ্চকরও বটে’।

এর আগেও চলচ্চিত্রের সঙ্গে যুক্ত ছিলেন জেফার। জাতীয় পুরস্কার পাওয়া সিনেমা ‘ন ডরাই’-এ প্লেব্যাক করেছেন, সিনেমাটির প্রযোজনাতেও যুক্ত ছিলেন তিনি।

Advertisement
Share.

Leave A Reply