fbpx

অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধের প্রক্রিয়া আপাতত স্থগিত

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

আপাতত অনিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল বন্ধের প্রক্রিয়া স্থগিত থাকবে বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার।

মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) তিনি গণমাধ্যমকে এ বিষয়টি নিশ্চিত করেন।

ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী বলেন, আদালতের নির্দেশনা অনুযায়ী আজকেই অনিবন্ধিত নিউজ পোর্টালগুলো বন্ধ করার শেষ দিন ছিল। কিন্ত বিটিআরসি তালিকা ধরে এসব নিউজপোর্টাল বন্ধ করা শুরু করলে বেশ কিছু ত্রুটি দেখা যায়। তাই আপাতত অনিবন্ধিত নিউজপোর্টাল বন্ধের প্রক্রিয়া স্থগিত করা হয়েছে।

তিনি আরও বলেন, আমরা তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের কাছে তালিকা চেয়েছি। সেই তালিকা অনুয়ায়ী অনিবন্ধিত নিউজ পোর্টাল গুলো বন্ধ করা হবে। এজন্য আদালতের কাছেও নতুন করে সময় চাওয়া হয়েছে বলেও জানান ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার।

এর আগে, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) দুপুরের পর থেকে অনিবন্ধিত নিউজ পোর্টালগুলো বন্ধের প্রক্রিয়া শুরু করে। বিকাল থেকে বাংলাদেশের প্রথম সারির বেশিরভাগ নিউজ পোর্টাল বন্ধ দেখা যায়।

Advertisement
Share.

Leave A Reply