fbpx

অন্তত সাইমন ও ভনকে পাশে পেলেন সাকিব

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

এরই মধ্যে চলতি বিশ্বকাপ থেকে বিদায় নিশ্চিত শ্রীলঙ্কা ও বাংলাদেশের। কিন্তু বিদায় বেলায় যেনো পুরো ক্রিকেট বিশ্বকেই উত্তেজিত করে ফেললো সাকিব আল হাসান ও তার দল।

বিশ্বকাপ থেকে বিদায় নেওয়া বাংলাদেশ ও শ্রীলংকা ম্যাচের উত্তেজনা এখন তুঙ্গে। গতকাল সোমবার বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচে সাকিবের আবেদনে আন্তর্জাতিক ক্রিকেট ইতিহাসে প্রথমবারের মতো ‘টাইমড আউটে’র শিকার হয়েছেন শ্রীলংকার অলরাউন্ডার অ্যাঞ্জেলো ম্যাথিউস।

বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসানের এই আবেদন আইন সম্মত হলেও বিষয়টি ক্রিকেট চেতনার পরিপন্থি বলে মনে করেন সাবেক ক্রিকেটারদের অনেকেই।

কিন্তু অন্তত দুজন সাবেক ক্রিকেটার সাকিবকে সমর্থন জানিয়েছেন। সাবেক ইংল্যান্ড অধিনায়ক মাইকেল ভন বলেন, ‘সবাই স্পিরিট অব দ্য গেম ভাঙে নিয়মিত। ৫০ ওভারের ক্রিকেটে আপনার হাতে দুই মিনিট থাকে প্রথম বলটা খেলার জন্য। ক্রিজে গিয়ে অভিজ্ঞ ক্রিকেটার হিসাবে ম্যাথিউসের মাথায় থাকার কথা ছিল আমাকে প্রথম বলটা খেলতে হবে।’

লঙ্কান ক্রিকেটার বুদ্ধিমানের পরিচয় দেননি বলে মত ভনের, ‘তার হেলমেটের ফিতা ছিঁড়ে গিয়েছিল আসলেই, কিন্তু ওর আরেকটু বুদ্ধিমান হওয়া উচিত ছিল।

সে সাকিবকে খেলছিল, কিন্তু ফিতা ছেঁড়ায় আঘাত পাওয়ারও আশঙ্কা ছিল। তবুও ও প্রথম বলটা ডিফেন্ড করে এরপর হেলমেট বদলাতে পারত। তাহলেই সমস্যা হতো না।’ নিয়ম মেনে সাকিবের আবেদন করার অধিকার আছে বলে মত সাবেক এই ইংলিশ ক্রিকেটারের, ‘সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই বলছে, সে স্পিরিট অব দ্য গেমের বিরুদ্ধে গেছে। কিন্তু আইনের মধ্যেই আছে এটা।’

নিউজিল্যান্ডের সাবেক ক্রিকেটার সাইমন ডুল বলেন, ‘ম্যাথিউস সাকিবের কাছে যেতে পারত, গিয়ে বলতে পারত আমার ফিতাটা ছিঁড়ে গেছে। আমি কি এক-দুই মিনিট পেতে পারি। তাকে আইন থেকে রেহাই দেওয়ার অধিকার শুধু সাকিবের ছিলো। কিন্তু তিনি তা করেননি।’

Advertisement
Share.

Leave A Reply