fbpx

অন্ধ্রপ্রদেশে গাধার মাংসের কেজি ৬০০ রূপি!

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

ভারতে বিপুল চাহিদা তৈরি হয়েছে গাধার মাংসের। অন্ধ্রপ্রদেশে এক কেজি মাংসের দাম বেড়ে দাঁড়িয়েছে ৬০০ রূপি। এ ছাড়া পূর্ণবয়স্ক একটি গাধা এখন বিক্রি হচ্ছে ১৫-২০ হাজার রূপিতে। ফলে এ রাজ্যে কমছে গাধার সংখ্যা। তবে গাধার মাংস বিক্রি কঠোরভাবে নিষিদ্ধ এ রাজ্যে।

বিশেষজ্ঞরা মনে করেন, গাধার মাংস খাওয়ার পেছনে কাজ করছে ভ্রান্ত কিছু ধারণা। মনে করা হয় হাঁপানির মতো শ্বাসকষ্টের অসুখে ওষুধ হিসেবে এর জুড়ি নেই। সেই সঙ্গে ব্যথার উপশমও নাকি হয় গাধার মাংস খেলে। তা ছাড়া অনেকের বিশ্বাস যৌন ক্ষমতা বাড়িয়ে দিতে পারে গাধার মাংস। পাশাপাশি আরও একটি বিশ্বাস রয়েছে। তাহলো, গাধার রক্ত পান করলে নাকি জোরে দৌড়ানো যায়।

ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, এমন ধারণায় বাড়ছে এই পশুর মাংসের চাহিদা। অবস্থা এমন যে কর্ণাটক, মহারাষ্ট্র, তামিলনাড়ু থেকে গাধার চোরাচালান শুরু হয়েছে।

সংশ্লিষ্টরা জানান, গাধার চোরাচালান বাড়ছে ব্যাপকভাবে। প্রাণিটির অস্তিত্ব নিয়ে ক্রমেই উদ্বেগ বাড়ছে অন্ধ্রপ্রদেশ প্রশাসনের।

Advertisement
Share.

Leave A Reply